Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ নভেম্বর, ২০১৯ ০৩:৪৫ অপরাহ্ণ

হারিয়ে যাওয়া খেলাধুলা

সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। খেলাধুলা সংস্কৃতির উদ্ভব ও বিকাশ লাভ করে গ্রাম বাংলা থেকে। গ্রামীণ খেলা আমাদের আদি ক্রীড়া সংস্কৃতি। গ্রামীণ খেলা আমাদের সংস্কৃতির ঐতিহ্য বহন করে। এখন এই খেলাগুলো হঠাৎ দেখা মিলে। আগে অলিতে গলিতে দেখা যেতো শিশুদের কানামাছি খেলতে, পুতুল খেলতে, চোখ টোকা খেলতে। আর এখন অলিতে গলিতে শিশুরা মেতে উঠে ক্রিকেট খেলা নিয়ে, মোবাইলের নতুন গেমস নিয়ে।

তা ছাড়া এখন আর শিশুদের কাছে খেলার কথা জানতে চাইলে তারা শুধু জানে জনপ্রিয় ক্রিকেটের কথা, ফুটবলের কথা, মোবাইলে নতুন গেমস এর কথা। এখন শিশুদের সব জায়গায় দেখা যায়  ক্রিকেট, ফুটবল খেলতে। কিন্ত দেখা যায় না গ্রামীণ খেলা খেলতে। দেখা যায় না আজপাড়াগাঁয়ের কন্যা শিশুদের বউ-পুতুল, চিরচেনা কিশোরদের ডাংগুলি, কাবাডি, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট ও কানামাছি খেলতে।

তেমনি এক খেলায় মেতে উঠেছে মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীরা। খেলার নাম হচ্ছে পুকুরে ও পাড়ে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি