Loading..

ম্যাগাজিন

০১ ডিসেম্বর, ২০১৯ ০৮:১৩ পূর্বাহ্ণ

অজ নিয়ে কথা

অজ--
*
অজ= নেই জনন যাহাতে,যাঁহার জন্ম নেই,হয় না,কখনও হবে না,যে মন থেকে জন্মে।(ব.শ)
ন+ জ(জনন)।
যিনি কাহারও গর্ভে জন্ম নেন নাই- তিনি স্বয়ম্ভু।
চিত্রে দেখা যাচ্ছে অজ ষোলো প্রকার।
সবই কি স্বয়ম্ভু!
"ন" একই সাথে অন-করণ এবং ন- করণ ক্রিয়া।
কাজেই ন- জনন = জনন করতে পারে না,
আবার ন+ জনন= জনিত হয় না।
কাজেই জনন করতে পারে না,এবং জনিত হয় না এরকম সকল শব্দ " অজ" শব্দ দ্বারা নির্দেশিত হবে।
**
অজ অর্থে স্বয়ম্ভু  বলা হচ্ছে- যিনি জন্ম নেন নাই।
ধরে নেই  সৃষ্টিকর্তা,কারণ সৃষ্টিকর্তার জন্ম নেই।
পাশাপাশি মেষ-ছাগ-পাঠাকে অজ বলা হচ্ছে,মেষ-ছাগ -পাঠার জনন ক্ষমতা রহিত করা হয় বিশেষ উপায়ে, ফলে তারা জনন করতে পারে না।
বলা হচ্ছে অজরাজা,যে রাজাকে প্রজারা বানান( সেকালে ব্রাহ্মণরা রাজা নিয়োগ করতেন) তাকে জন্ম দেয়া হয় বা জনন করা হয় তাই তিনি রাজা।কিন্তু যিনি নিজে নিজে রাজা হন - তাকে কেউ জনন করে না তাই তিনি অজরাজা।
যিনি একই কাজ করতে করতে বিশেষজ্ঞ বা দক্ষ হন তিনিও অজ কারণ তিনি তার দক্ষতার বিষয়াদি অতিক্রম করতে অক্ষম বিধায় নতুন কিছু ধারণ,বরণ অর্জন বা চিন্তা করতে পারেন না অর্থাৎ জনন করতে পারেন না বা নতুন বিষয়াদি তার মাঝে জনিত হয় না তাই তাদেরও অজ বলা হয়।
**
যে গ্রামে ফসল উৎপাদন হয় না সেই গ্রাম অজগাঁ,যে জমিতে চাষ হয় না তা অজজমি।
কাজেই অজ শব্দটি যেমন স্বয়ম্ভু বুঝায় তেমনি নপুংসকও বুঝায়-শব্দটি পরস্পরবিরোধী অর্থ ধারণ করার যোগ্যতা রাখে।
**
প্রশ্ন আছে।
শব্দটি হল "অজ"
কিন্তু অজ= ন+ জনন বলা হচ্ছে, অজ এর অ কোথায় গেল?
অ বর্ণের পরিবর্তে ন বর্ণটি কেন?
উত্তরটি নিজেই খোঁজার চেষ্টা করেছি,জানি না ভুল নাকি শুদ্ধ।
"অ"- অস্তিত্বকে অবয়ব দেয় যে,অস্তিত্বকে ধরে রাখে যে বা বহন করে।
অস্তিত্ব মাত্রই জ্ঞাত বা অজ্ঞাত অবতীর্ণ এক ক্ষণিকের অতিথি,তার আগে আর পরে শুধু চলা।
এই চলা বা চলন( চল+অন্ বা on কে) ন ( no) করলেই 'অ' বা অস্তিত্ব হয়।
---- কৃতজ্ঞতাঃবঙ্গীয় শব্দার্থকোষ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি