Loading..

উদ্ভাবনের গল্প

০২ ডিসেম্বর, ২০১৯ ১০:০১ অপরাহ্ণ

৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের দ্বারা রিডিং সাপোর্ট টীম গঠন করে ২য় শ্রেণির শিক্ষার্থীদের সাবলীল পঠন অর্জন সহজীকরণ

পঠনে দুর্বল শিক্ষার্থীদের দুর্বলতা দূর করা যায় না। তাই তারা পাঠের সাথে একাত্ম হতে পারে না। বিদ্যালয়ের বাইরে পরিবারে এই সকল শিক্ষার্থীর পঠন সাবলীল করার ক্ষেত্রে কোন সহযোগিতা পায় না। বাংলা পঠনে দুর্বলতা থাকায় অন্যান্য বিষয়ে এর প্রভাব ফেলে। তাই তারা স্কুলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে ও স্কুলে অনিয়মিত হয় এবং ক্রমে ঝড়ে পড়ার প্রবণতা তৈরি হয়। তাই শিক্ষার্থীদের দ্বারা রিডিং সাপোর্ট টীম গঠন করে স্থানীয়ভাবে এস.আর.এম তৈরি করে শিক্ষার্থীদের সাবলীল পঠন অর্জন সহজীকরণের ব্যবস্থা করা।