Loading..

উদ্ভাবনের গল্প

০৩ ডিসেম্বর, ২০১৯ ০৮:৫০ অপরাহ্ণ

প্রতিবন্ধী স্কুলে পাঠদান

 সরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি প্রতিবন্ধী স্কুল পরিদর্শনের আগ্রহ থাকায় আমি বগুড়া জেলার গাবতলী উপজেলার সদরে অবস্থিত একটি প্রতিবন্ধী বিদ্যালয়ে পরির্দশন ও পাঠদানের পদ্ধতি দেখার জন্য হঠাৎ একটি সুন্দর দিনে উপস্থিত হয়েছিলাম। বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাদের লেখাপড়ার পদ্ধতি, শেখানোর পদ্ধতি, এবং প্রতিবন্ধীদের প্রতি দায়িত্ব পালন সত্যি একটা বড় কঠিন কাজ বলে মনে করি। যে সকল শিক্ষক কঠিন পরিশ্রম করে অবুঝ শিশুদেরকে শিক্ষা দিচ্ছে । সমাজে বেচেঁ থাকার জন্য উপযুক্ত করে গড়ে তুলছে , তা সত্যি প্রশাংসার দাবীদার। আমি যেন নতুন এক শিক্ষা পেলাম। দেশ, বিদেশে অনেক স্কুল দেখার সৌভাগ্য আমার আছে । কিন্তু আমি যেন অন্য নতুন কিছু শিখলাম। যা থেকে আমি আরো আরো অনেক বেশী শিক্ষা দিতে পারবো বলে আশা করছি। আর দোয়া করছি প্রতিবন্ধী শিক্ষার্থীরা আরোর বোঝা না হয়ে নিজে নিজে সম্মান নিয়ে সমাজে, রাষ্ট্রে বেচেঁ থাক।