Loading..

ভিডিও ক্লাস

১১ ডিসেম্বর, ২০১৯ ১০:৪৪ পূর্বাহ্ণ

মুক্তির ছড়া

এই কক্ষ ছিল পুরনো ও ভাঙা আসবাবপত্রে পূর্ণ।আমি একে একে বেঞ্চগুলো মেরামত করেছি,রঙ করেছি।আলমিরাটি মেরামত করে কাজে লাগিয়েছি।

রুমটিও ছিল জীর্ণদশার,এটিও যতদূর সম্ভব মেরামত ও রঙ করে উপযোগী করেছি।

তারপর এখানে স্থাপন করেছি বঙ্গবন্ধু গ্যালারি,মিনি আর্কাইভ,পাঠাগার ও মুক্তিযুদ্ধ কর্ণার।

এখানে শিক্ষার্থীরা বই পড়ে,মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র দেখে।এখানে তারা কার্টুন ও অন্যান্য শিক্ষামূলক ছবিও দেখে।

আগামীতে আমার পরিকল্পনা হল উপকরণকক্ষ ও বিজ্ঞানাগার স্থাপন।

সকলের সহযোগিতা ও আন্তরিক ইচ্ছা থাকলে অবশ্যই আমার এই স্বপ্ন বাস্তবায়ন হবে।

আমার প্রতিটি কাজে আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা দেন আমার সহকর্মীবৃন্দ।

এসএমসি,পিটিএ এবং অভিভাবকবৃন্দও আমাকে উৎসাহ যোগান।

আসলে একা একা কোনও কাজ হয় না।

দশে মিলে কাজ করতে হয় তবে একজনকে থাকতে হয় আগে।

আমি আগে নই,পিছে থাকি,স্বপ্ন নিয়ে একদল স্বপ্নবাজ মানুষের পিছে।