Loading..

উদ্ভাবনের গল্প

১১ ডিসেম্বর, ২০১৯ ০৫:৫৭ অপরাহ্ণ

শিশুর চিন্তন দক্ষতা বৃদ্ধি

শিশুরা কল্পনা প্রিয়, গভীরভাবে চিন্তা করা শিশুর স্বভাবসুলভ বৈশিষ্ট্য। শিশুর এই কল্পনা শক্তিকে শ্রেণি কক্ষে যদি আমরা যথাযথ ভাবে কাজে লাগিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারি তবে শিশুর শিখন হবে দীর্ঘস্থায়ী। আমরা শিক্ষকরা যখন শ্রেণি কক্ষে পাঠদান করি আমরা মনে করি শিশু কিছুই পারবে না বা জানেনা কিন্তু আমাদের এই ধারনা ঠিক নয়। শিশুকে কোন বিষয় সম্পর্কে চিন্তা করার সুযোগ দিলে তারা অনেক নতুন তথ্য উপস্থাপন করতে পারে। এবং শিশুর চিন্তন দক্ষতা কে কাজে লাগিয়ে শিশু যা শেখে এই শেখা তার শিশু মনে গভীর রেখাপাত করে। শিশুর এই চিন্তন দক্ষতার উন্নয়নের জন্যই আমি একটি উদ্ভাবনী আইডিয়া তৈরি করেছি। শ্রদ্বেয় প্যাডাগোজি ও রেটারবৃন্দ, বাতায়নের এডমিন মহোদয়, সেরা কনটেন্ট নির্মাতা এবং প্রিয় বাতায়নের সকল সদস্যগণ আমার উদ্ভাবনী গল্পটি দেখে আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি।