Loading..

খবর-দার

২৫ জানুয়ারি, ২০২০ ১১:৫৯ পূর্বাহ্ণ

মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যাবহার নিশ্চিত করণে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হলো মাসিক সমম্বয় সভা।

মানসম্মত প্রাথমিক শিক্ষা  এবং শিক্ষায় তথ্য প্রযুক্তির  ব্যাবহার  নিশ্চিত করণে  জেলা প্রশাসক মহোদয়ের  কার্যালয়ে অনুষ্ঠিত হলো মাসিক সমম্বয় সভা।

 অালোচ্য বিষয় সমূহঃ

 ১। বই উৎসব- ২০২০

২। সকল বিদ্যালয়ে 'বঙ্গবন্ধু  এবং মুক্তিযুদ্ধ কর্ণার তৈরিকরণ। 

৩। মিডডে মিল নিশ্চিতকরণ ( মায়ের হাতে তৈরি রান্না খাবার শিশুরা বিদ্যালয়ে প্রতিদিন নিয়ে আসবে ) 

৪। অনেষ্টিসফ নিশ্চিতকরণ ( প্রধান শিক্ষক কৃর্তক রেজিষ্টার তদারকি)

 ৫। শ্রেণিকক্ষে শিক্ষক / শিক্ষার্থী মোবাইল ফোন ব্যাবহার থেকে বিরত থাকবে ( শুধুমাত্র MMC পাঠদান চলাকালীন  সময়ে শিক্ষক ব্যাবহার করতে পারবেন)

৬। শিশুদের যৌন নির্যাতন সম্পর্কে সচেতনতা  ( মাধ্যেমিক পর্যায়ে সংশ্লিষ্ট কমিটি গঠন)

 ৭।  নিজ বিদ্যালয়  কৃর্তক সৃজনশীল প্রশ্ন পত্র তৈরি। 

৮। বৃহস্পতিবারে বারে সহশিক্ষা কার্যক্রম পরিচালনা   এবং পরিষ্কার পরিছন্নতার বাস্তবায়ন। 

৯। প্রতিনিয়ত শুদ্ধভাবে সমাবেশে জাতীয় সংগীত  পরিবেশন।   

১০। বিদ্যালয়ে কাবিং / স্কাউট দল গঠন। 

১১। বিদ্যালয়ের  দৈনন্দিন  শ্রেণি কার্যক্রম (রুটিন) এ MMC পাঠদান সংক্রান্ত তথ্য থাকবে। 

১২। নিয়োমিত মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা শতভাগ নিশ্চিতকরণ ( প্রধান শিক্ষক তদারকি করবেন প্রয়োজনে  প্রধান শিক্ষক জবাবদিহিতার সম্মুখীন হবেন )

 ১৩। বিজ্ঞান বিষয়ের ব্যাবহারিক ( পরিক্ষণ)  শ্রেণি কার্যক্রম পরিচালনা নিশ্চিতকরণ।

১৪।জাতীয়  শুদ্ধাচার কৌশল। 

১৫। সব শেষে উপস্থিত প্রধান শিক্ষক এবং আইসিটি শিক্ষকগণ কে মাগুরা অ্যাম্বাসেড়র গণের পক্ষ থেকে WSIS Prize -2020  ভোট প্রদানে উৎসাহিত করণ।