Loading..

উদ্ভাবনের গল্প

১৩ ফেব্রুয়ারি , ২০২০ ১১:৩৫ অপরাহ্ণ

নতুন উদ্ভাবনী ক্লাস-১

প্রথমে আমি ৫জন করে ছাত্র/ছাত্রী নিয়ে একটি করে Group তৈরি করি। প্রতিটি Group -এর একটি নাম দেই। যেমন A, B, C, D, E, F, G. তারপর প্রতিটি Group-এর ৫জন স্টুডেন্টদের ID দেই। যেমন- A Group-এ ১, ২, ৩, ৪, ৫। এ ভাবে প্রতিটি Group-এ ১, ২, ৩, ৪, ৫ ID দেই। প্রত্যেক Group-এ ICT বইয়ের ১ম অধ্যায় থেকে কিছু অংশ A Group-এ, তার পরের অংশ B Group-এ, তার পরের অংশ C Group–এ, এভাবে সকল Group-এ আলাদা আলাদা পড়া দেই। একটি Group-এর পড়া সকলের জন্য একটিই। পড়া শেষে ঐ অংশ থেকে কে কতটি প্রশ্ন তৈরি করতে পারবে তা বলি। এও বলি যার প্রশ্ন বেশী ও মানসম্মত হবে তাকে পুরস্কৃত করব। প্রশ্ন তৈরি হলে Group ভেংগে দেই। তারপর প্রত্যেক Group থেকে যাদের ID ১ তাদের নিয়ে একটি নতুন Group তৈরি করি। এ ভাবে ২ ID দিয়ে আরও একটি Group । এ ভাবে সকল ID দিয়ে নতুন Group তৈরি করি। সবশেষে প্রতিটি স্টুডেন্টকে তাদের তৈরিকৃত প্রশ্ন প্রত্যেকে প্রত্যেকের মাঝে ডিসকাস করতে বলি। আমার বিশ্বাস সকল মানের স্টুডেন্ট সকলেই পাঠ অনুধাবন করতে পেরেছে। নতুন উদ্ভাবনী ক্লাস রেজওয়ানুল হক বকুল সহকারি অধ্যাপক ICT কেশরহাট ডিগ্রি কলেজ রাজশাহী। মোবাইলঃ ০১৭১৬১৯৯১১১