Loading..

উদ্ভাবনের গল্প

১৭ ফেব্রুয়ারি , ২০২০ ০৩:২৯ অপরাহ্ণ

সেরা/অভিজ্ঞ শিক্ষকদের শুধু নিজ প্রতিষ্ঠানে নয় এর পাশাপাশি অন্য প্রতিষ্ঠানে মটিভেশনাল ক্লাশ নেওয়া/দেওয়া যেতে পারে।

সরকারী/বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত শিক্ষকগণ শুধুমাত্র যে প্রতিষ্ঠানে নিয়োজিত থাকেন সেই প্রতিষ্ঠানেই ক্লাস নিয়ে থাকেন বা শ্রেণি কার্যক্রম পরিচালনা করেন। এভাবেই সবাই সারা জীবন কাজ করছেন। সকল শিক্ষকের শ্রেণী কার্যক্রম পরিচালনা যেহেতু একই রকম নয়, সেহেতু যারা অভিজ্ঞ তারা যদি তাদের অভিজ্ঞতা নিজ প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না থেকে পাশাপাশি প্রতিষ্ঠানে অথবা নিজ ইউনিয়ন/উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে মটিভেশনাল ক্লাসে অংশ গ্রহন করার সুযোগ পান তাহলে সমগ্র শিক্ষক সমাজ/শিক্ষার্থী বিশেষভাবে উপকৃত হবেন/হবে। নিজ প্রতিষ্ঠানের ক্লাস বজায় রেখে এটি ব্যবস্থা করা যেতে পারে।মাসে, সপ্তাহে অথবা অন্য কোন বিশেষ সময়ে।

এতে দু দিক থেকেই আমরা লাভবান হতে পারি। যিনি এ সুযোগ পাবেন, তিনি তাঁর সুযোগকে কাজে লাগিয়ে আরও অভিজ্ঞ হবেন অপরদিকে যারা কম অভিজ্ঞ তাদের মধ্যে উৎসাহ বেড়ে যাবে। বিশেষ করে বাংলা, ইংরেজি, অংক ও আইসিটির মত বিষয়গুলো প্রাধান্য দেওয়া যেতে পারে। 

অপরদিকে প্রশাসনিক পদগুলোকেও বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানদের মধ্যেও এই পদ্ধতিটি চালু করা যেতে পারে।