Loading..

খবর-দার

২১ ফেব্রুয়ারি , ২০২০ ০৩:২৫ অপরাহ্ণ

ভাইরাস : গুজব ও আশঙ্কা

করোনা ভাইরাসের প্রকোপ চীনে সামান্য হইলেও কমিয়াছে। যদিও অধিক সংক্রমণের আশঙ্কা এখনো বিদ্যমান। বিশ্ব অর্থনীতিতে সক্ষম হইয়া উঠা চীন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করিতেছে। চিকিত্সকরা ঝাঁপাইয়া পড়িয়াছেন। দেশটির সরকার কোথাও কোনো ত্রুটি রাখিতেছে না। চীনের বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড আপাতত বন্ধ হইবার উপক্রম হইলেও চীনের সরকারপ্রধান করণীয় হিসাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করিয়া চলিয়াছে; কিন্তু বড়ো আশঙ্কার বিষয় হইল, বিশাল এই জনসংখ্যার দেশটি হইতে করোনা ভাইরাস বা কোভিড-১৯ বিভিন্ন দেশে ছড়াইয়া পড়িতে শুরু করিয়াছে। ইহার মধ্যে জাপান, যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, ইরানসহ ১৬টি দেশে এই ভাইরাসে আক্রান্ত এক বা একাধিক রোগী পাওয়া গিয়াছে। এমনকি নির্জন এবং বরফাচ্ছাদিত রাশিয়ার সাইবেরিয়াতেও একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গিয়াছে। চীনের বাহিরে বিভিন্ন সংক্রমিত হইবার হার এখনো খুবই কম হইলেও ফিলিপাইনস, জাপান, থাইল্যান্ড হংকং, ফ্রান্স ও তাইওয়ানে একজন করিয়া মৃত্যুবরণ করিয়াছে। সর্বশেষ জাপানে পৃথক করিয়া রাখা ভ্রমণতরি ডায়মন্ড প্রিন্সেসে দুই জন এবং ইরানে দুই জন মৃত্যুবরণ করিয়াছে। ঐ জাহাজে এখন পর্যন্ত ৬২১ জন ভাইরাসে আক্রান্ত হইয়াছে। আরো আশঙ্কার বিষয় হইল, এই ভাইরাসের পরীক্ষায় পূর্বে নেগেটিভ অর্থাৎ ভাইরাস নাই, এমন ব্যক্তিও মারা গিয়াছে। ইহার অর্থ ভাইরাস পরীক্ষা সর্বদা কার্যকর ফলাফল নাও দিতে পারে। তাই সত্যতা যাচাই করা উচিত।