Loading..

নেতৃত্বের গল্প

২১ ফেব্রুয়ারি , ২০২০ ১০:২৯ অপরাহ্ণ

সৃজনশীলতা ও কর্মমুখী শিক্ষা

আমাদের দেশের প্রধান সমস্যা জনসংখ্যা ।  জনসংখ্যা সমস্যায় পরিণত হওয়ার প্রধান কারন নিরক্ষরতা ও কর্মবিমূখতা । অতিরিক্ত জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর করা এখন সময়ের দাবী । তাই মাননীয় প্রধানমন্ত্রীর যুগোপযোগী সিদ্ধান্ত মাধ্যমিক পর্যায় থেকে বাধ্যতামুলক কর্মমুখী শিক্ষা । মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় উদ্ধুদ্ধ করতে প্রাথমিক স্তরের শিশুদের সৃজনশীলতার বিকাশ ঘটানো জরুরী । তাই আমার বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাড়িতে অব্যবহৃত জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করতে উৎসাহিত করি ।তারা খুব কম সময়ে নিজেদের চিন্তা থেকে নতুন কিছু তৈরি করতে সক্ষম হয়েছে । তারা এটিও উপলব্ধি করতে পেরেছে যে অব্যবহৃত জিনিস পুনরায় ব্যবহার উপযোগী করে পরিবেশ দূষণ কমানো সম্ভব । এছাড়া যদি কেউ কোন কারণে শিক্ষাচক্র সমাপ্ত করতে না পারে   তাহলেও সে সমাজে বোঝা না হয়ে তার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে সে বিশেষ ভূমিকা রাখতে পারবে । সে হতে পারবে নিজেই একজন উদ্যক্তা । 

আমি বিশ্বাস করি প্রতিটি শিশুর মাঝে লুকায়িত আছে  বিশেষ কোন প্রতিভা । তাই আমি চেষ্টা করছি আমার প্রতিষ্ঠানের শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর এবং  ভবিষ্যতে সমাজের উন্নয়নে একজন সক্রিয় সদস্য হিসেবে যেন সে বিশেষ ভুমিকা রাখতে  পারে সেভাবে তাকে তৈরি করতে ।