Loading..

নেতৃত্বের গল্প

২৭ ফেব্রুয়ারি , ২০২০ ১০:৫৯ পূর্বাহ্ণ

স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন "২০২০ খ্রিঃ

স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন "২০২০ খ্রিঃ


২৩/০২/২০২০ খ্রিঃ। আমার নিজ বিদ্যালয় খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্টিত হয়।বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সকল ছাত্র-ছাত্রী ও নির্বাচনের প্রার্থী এবং শিক্ষক অভিভাবক সবাই আনন্দঘন মন মানসিকতা নিয়ে সকাল ৮:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলে। এতে নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়ীত্ব পালন করে ৫ ম শ্রেণির শিক্ষার্থী রুমেল আহমদ।প্রিজাইটিং অফিসার, সহকারি প্রিজাইটিং, পোলিং অফিসার, পোলিং এজেন্ট, সহ সকল কার্যক্রম ছাত্র-ছাত্রীকে দিয়ে পরিচালনা করা হয়। আমার বিদ্যালয়ের কাব স্কাউট দলের সদস্যরা নিরাপত্তা দ্বায়ীত্ব পালন করে। ভোট গ্রহণ কার্যক্রম শেষে বিকাল ৪:৪০ ঘটিকায় ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশনার রুমেল আহমদ। 

৩য় শ্রেণি থেকে ২ জন।৪র্থশ্রেণি থেকে ২ জন এবং ৫ম শ্রেণি থেকে ৩ জন নির্বাচিত হন। 

নির্বাচিত কাউন্সিলার বৃন্দঃ

১. মাহমুদ নূর শ্রেণি ৩য় রোল নং ০১

২. ফাহমিদা জান্নাত জেনিশ্রেণি ৩য় রোল নং ০৩ 

১. লাহিন আহমদ ৪র্থ রোল নং ০২

২. ফাতেমা বেগম ৪র্থ রোল নং ০৫

১. নুসরাত হোসেন  ৫ম রোল নং ০১ 

২. আতিক হাসান মোহাম্মাদ  ৫ম রোল নং ০৭

৩. ফাহিম আহমদ ৫ম রোল নং ০৫

## মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন" ২০৪১ 

উন্নত বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর হচ্ছে  মূলত ওরাই।

জয় বাংলা       জয় বঙ্গবন্ধু।