Loading..

উদ্ভাবনের গল্প

০৮ মার্চ, ২০২০ ১১:৪৬ অপরাহ্ণ

নভেলা করোনা ভাইরাস





বিশ্ব এখন ঝুঁকির মুখে। #ঝুঁকির নাম নভেলা করোনা ভাইরাস।এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
এই ভাইরাসের সংক্রমণে
শ্বাসতন্ত্রের অন্যান্য অসুস্থতার মতো সর্দি, কাশি, গলা ব্যথা এবং জ্বরসহ হালকা লক্ষণ দেখা দিতে পারে । কিছু মানুষের জন্য এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হতে পারে। এর ফলে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং অর্গান বিপর্যয়ের মতো ঘটনাও ঘটতে পারে।

নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখার উপায় খুবই সাধারণ। এই ভাইরাসের সংক্রমণ ও বিস্তার কিছু সাধারণ কাজের পূর্বে সঠিক প্রক্রিয়ায় হাত ধৌতকরণ এর মাধ্যমে রোধ সম্ভব।
1. হাঁচি কাশির সময়ে টিস্যু বা রুমাল ব্যবহার ও হাত ধৌতকরণ।
2. টয়লেট ব্যবহারের পর।
3. অসুস্থ্য ব্যাক্তির সুশ্রশার পর হাত ধুতে হবে।
4. খাবার প্রস্তুতে করার আগে ও পরে হাত ধুতে হবে।
5. খাবার খাওয়ার আগে।
6. হাত ময়লা হওয়ার পর। এবং
প্রানী বা প্রানীর বর্জ্যের সংস্পর্শে আসার পর।

শিশুরাও এই ঝুঁকি থেকে মুক্ত নয়। তাই এখনই আমাদের শিক্ষকদের তার ছাত্রদের সুরক্ষার ব্যাপারে সাবধান হতে হবে।
আমি আমার ছাত্রদের প্রতিদিন ক্লাসে তাদের সাথে করোনা ভাইরাস নিয়ে কথা বলি। খুব সাধারণ কিছু স্বাস্থ্য সচেতনতার কথা বলি। হাত ধোয়ার সঠিক নিয়মের কথা বলি। কখন কখন অবশ্যই হাত ধুতে হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি।
আমার মতে প্রতিদিন এসেম্বলিতে হাত ধোয়ার কথা বলা দরকার। এবং
কিছু অর্থ খরচ হলেও প্রতিটা বিদ্যালয়ে প্রচুর সাবানের ব্যবস্থা রাখা উচিত।

আসুন সচেতন হই, নিজেদের রক্ষা করি।