Loading..

উদ্ভাবনের গল্প

১৬ মার্চ, ২০২০ ১১:৫০ অপরাহ্ণ

করোনা ভাইরাস

অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ হয়েই গেলো। করোনা ভাইরাস হাঁটি হাটি পাপা করে,  না-কি উল্কাবেগেই হানা দিলো।জানিনা কিভাবে সামনের কিছু দিনগুলো কিভাবে পাড়ি দিবো। 

একমাত্র আল্লাহভরসা। তাঁর রহমতেই আমরা ইন শা আল্লাহ সব কিছু মোকাবিলা করতে পারবো।

এই মূহুর্তে মাস্ক খুব জরুরী জিনিস। কিন্তু এই মাস্ক পাওয়া বর্তমানে আমাদের জন্য দূরহ হয়ে উঠছে। তাই কিছু মৌলিক স্বাস্থ্যবিধির সাথে সাথে মাস্ক ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে। 

টিটস্যুটিস্যু দিয়েই খুব সিম্পল ভাবেই মাস্ক তৈরির প্র্যাকটিস আমি আমার শিক্ষার্থীদের সাথে করলাম।