Loading..

উদ্ভাবনের গল্প

২৮ মার্চ, ২০২০ ১০:৪০ অপরাহ্ণ

CORONAVIRUS- COVID-19

করোনা ভাইরাস কারণে শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ। এমতাবস্থায় সকল শিক্ষার্থীসহ শিক্ষকগনও বাড়িতে অবস্থান করছে। সকল কার্যক্রম বন্ধ প্রায়।

করোনা ভাইরাস সম্পর্কে একটি বিশদ অনলাইন কোর্স খোলা হয়েছে মুক্তপাঠে। আমি মুক্তপাঠে করোনা ভাইরাস সম্পর্কিত কোর্সটি করলাম। অনেক কিছু শিখতে পারলাম। একটি সার্টিফিকেটও পেয়েছি। আমি আমার পরিবারের সকল সদস্যদের এই করোনা সম্পর্কে বলেছি। সবাইকে কাশি শিষ্টাচার শিখিয়েছি ও মেনে চলতে বলেছি। হাত ধৌত করার সকল সঠিক নিয়ম শিখিয়েছি। মাস্ক পরার সকল নিয়ম শিখিয়েছিন এবং সকলকে বাড়িতে অবস্থান করতে বলেছি।

আমি বাড়িতে বসে না থেকে করোনা সম্পর্কে একটি কনটেন্ট তৈরী করেছি। এই কনটেন্টটি নিম্নরুপ দিয়রছি।