Loading..

উদ্ভাবনের গল্প

০৪ এপ্রিল, ২০২০ ০৫:১১ অপরাহ্ণ

শিক্ষার্থীদের কাছে ভার্চুয়াল ক্লাস ও কভিড-১৯ থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য মোবাইল অ্যাপ তৈরী করেছেন এক ক্ষুদে শিক্ষার্থী

শিক্ষার্থীদের কাছে ভার্চুয়াল ক্লাস ও কভিড-১৯ থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য মোবাইল অ্যাপ তৈরী করেছেন এক ক্ষুদে শিক্ষার্থী


করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সরকারের নির্দেশনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ। এর ধারাবাহিকতা ঈদ পর্যন্ত চলবে বলেও আভাস পাওয়া যাচ্ছে। আর এতে করে যেন শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন না ঘটে সে জন্য সরকার ও শিক্ষা মন্ত্রণালয় টিভি প্রোগ্রামের মাধ্যমে ভার্চুয়াল ক্লাস চালিয়ে যাচ্ছেন। বিষয়টিকে কেন্দ্র করে একটি রুটিনও দেয়া হয়েছে।ভার্চুয়াল ক্লাস সরকারের অত্যন্ত ভালো একটি উদ্যোগ বলে মনে করেন দেশের শিক্ষার্থী ও অভিবাবকগণ ।  কিন্তু এ সুবিধা যেন সব শিক্ষার্থী সমানভাবে ভোগ করতে পারে সে বিষয়ে সরকারের নজর দেয়া প্রয়োজন। কারণ দেশের সব এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। প্রত্যন্ত অঞ্চলে টিভিও নেই সবার ঘরে। তাই এ মহৎ উদ্যোগের সুফল যেন সবাই পেতে পারে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি বিভিন্ন মহল একটি মোবাইল অ্যাপ তৈরির জন্য অনুরোধ করে আসছে, যাতে করে শিক্ষার্থীরা ভার্চুয়াল ক্লাসের সর্বোচ্চ সুবিধা ভোগ করতে পারে। এই বিষয়কে গুরুত্ব দিয়ে “ করোনাভাইরাস স্বাস্থ্য সুরক্ষা ” নামে একটি মোবাইল অ্যাপ তৈরী করেছেন গাজীপুর জেলার রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ক্ষুদে শিক্ষার্থী, এই শিক্ষার্থীর নাম মোঃ লাবিব বিন হাসান ।


তার তৈরী অ্যাপটি এই লিংক https://bit.ly/2w61GSG   থেকে ডাউনলোড করে সকলে ব্যবহার করতে পারবেন।অ্যাপটির ণির্মাতা লাবিব হাসান জানান, আমি বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২০ (বিজ্ঞান প্রকল্প) এ আমাদের স্কুল থেকে অংশ গ্রহণের জন্য অ্যাপটি নির্মাণ করেছি।


 আমার অ্যাপ এর বৈশিষ্ট হলোঃ


·       হোম করেন্টাইন এবং ছুটিতে শিক্ষার্থীরা অনলাইনে লাইভ ক্লাস ও রেকর্ডিং ক্লাসে অংশ নিতে পারবে।


·       করোনাভাইরাসের লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে জানতে পারবে।


·       ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত সর্বশেষ সংবাদ জানতে পারবে।


·       সরাসরি WorldOmeters এ আক্রান্ত ব্যাক্তির সংখ্যা লাইভ দেখতে পারবে।


·       আইইডিসিআর এর হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবে।


·       মোবাইল ফোনের জিপিএস এর মাধ্যমে নিকটস্থ হাসপাতাল আনুসন্ধান করতে পারবে।


·       ব্যবহারকারীর করোনাভাইরাস স্পর্কিত যে কোন জিজ্ঞাসার সমাধান পেতে পা