Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১২ এপ্রিল, ২০২০ ০৩:১৬ অপরাহ্ণ

সার্থক জনম


সার্থক জনম

যাচ্ছি ছেড়ে মাটির টান,

কাঁদছে আমার ছোট্ট প্রাণ,

দোয়েল, ঘুঘুর মিষ্টি গান

ঘুম ভাঙানিয়া মধুর তান!


শরষে গাছের হলুদ ফুল,

আকুল করা শিউলি বকুল,

গাঁয়ের বধুর কানের দুল,

ছলাৎ ছলাৎ নদীর কূল।


মায়ের মুখের উদ্বেগের হাসি,

ভালোবাসা আর আদরে মাখামাখি,

মমতায় মাখা দেশের মাটি,

দেশকে বড় ভালোবাসি।


স্বর্ণলতা গাছকে যেমনি করে

পরম মমতায় আঁকড়ে ধরে,

তেমনি মাগো মনে পড়ে!

তোমায় ছেড়ে দূরে গেলে!


খেঁজুর গুড়ের মিষ্টি পায়েস,

খুবই মজা,খেতে আয়েস,

গাছে গাছে মিষ্টি ফল,

শ্যাওলা ভেজা গভীর জল।


শান্ত পুকুরে দিতেম ঢিল,

উড়ে যেত বক আর চিল,

আকাশ জুড়ে তারার মেলা,

আলো আঁধার করে খেলা।


চারদিকের সবুজ রঙ,

প্রাণে যোগায় বাঁচার ঢং,

প্রকৃতির বিশালতা,

হৃদয়ে বাড়ায় আকুলতা।


নির্মলতার অপার সান্নিধ্য,

সত্য বড় আনন্দ!

এভাবেই যেনো কাটে,

ছোট্ট সার্থক জনম আমার।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি