Loading..

উদ্ভাবনের গল্প

১৭ এপ্রিল, ২০২০ ১২:৩১ অপরাহ্ণ

ঈগল পাখির বেচে থাকার সংগ্রাম

বিধাতা পৃথিবীকে এমনভাবেই সৃষ্টি করেছেন যে প্রকৃতি থেকেই মানুষ শেখার জন্য খুঁজে পায় অসংখ্য উৎস। সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষ দাবিদার হলেও পশু-পাখিদের কাছ থেকেও কিন্তু শেখার আছে অনেক কিছু! নেতৃত্ব থেকে শুরু করে মিতব্যয়িতা, পারিবারিক বন্ধন ইত্যাদি অনেক কিছুই আমরা তাদের দৈনিক কার্যক্রম দেখে শিখতে পারি।

ঈগলকে আমরা চিনি শক্তিধর, দক্ষ একটি শিকারি পাখি হিসাবে। তবে পাখির রাজা ঈগল নিজ অস্থিত্ব টিকিয়ে রাখার জন্য ৪০ বছর বয়সে যে কঠিন সিদ্ধান্ত নেয় এউ ভিডিও দেখে তার থেকে আমরাও শিক্ষা নিতে পারি যে, কবরে যাব না সময়ের সাথে তাল মিলিয়ে চ্যলেন্জ মোকালিা করার জন্য যোগ্যতা অর্জন করে সামনে এগিয়ে যাব।