Loading..

উদ্ভাবনের গল্প

২১ এপ্রিল, ২০২০ ০৮:৩০ অপরাহ্ণ

কোভিড ১৯

আমরা জানি সারা বিশ্বে কোভিড ১৯ মহামারি আকারে দেখা দিয়েছে। আমাদের শিশু সন্তানেরা এখন গৃহবন্দী। তাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যন্ত নেওয়া অত্যন্ত জরুরী। পেশাগত দ্বায়িত্ব পালনের কারণে তাদের যথাযথ সময় দিতে পারি না।তাই  আসুন আমরা সবাই তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করি,তাদের সাথে খেলি, গল্পের বই পড়ি।ভবিষ্যৎ প্রজন্মের বিকাশকে সূদৃড় করি,জাতি গঠনে ভূমিকা রাখি।আমাদের সন্তান হউক ভবিষ্যৎ বিশ্ব নেতা।

নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। 

সকলের মঙ্গল কামনায়...... 

সরোজিত রায় 

সহকারি শিক্ষক (বিজ্ঞান) 

চাড়াখালী এম এল মাধ্যমিক বিদ্যালয় 

রাজাপুর, ঝালকাঠি।