Loading..

উদ্ভাবনের গল্প

২৩ এপ্রিল, ২০২০ ০৩:৩১ অপরাহ্ণ

শিক্ষার্থীদেরকে সংসদ টিভিতে ক্লাশ, কিশোর বাতায়ন থেকে ক্লাশ গ্রহণ করতে অভিভাবকদেরকে তা নিশ্চিত করতে মাইকিং

শিক্ষার্থীদেরকে  সংসদ টিভি ও কিশোর বাতায়ন থেকে ক্লাশ গ্রহণ করতে এবং অভিভাবকদেরকে তা নিশ্চিত করতে মাইকিং সম্পন্ন (দ্বিতীয় দফা)


অাজ সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে খেড়িহর অাদর্শ উচ্চ বিদ্যালয় এলাকার সকল গ্রামগুলোতে নিম্মের বক্তব্যে মাইকিং করা হয়েছে-


'' খেড়িহর অাদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর অভিভাবকদেরকে জানানো যাচ্ছে যে, অাপনারা অাপনাদের সন্তানদের সংসদ টিভিতে নিয়মিত ক্লাশ গ্রহণ করতে এবং ক্লাশ চলাকালীন সময়ে তাদেরকে সঙ্গে নিয়ে বসার জন্য অনুরোধ করা হলো৷

ছাত্র-ছাত্রী অারো জানানো যাচ্ছে যে, কিশোর বাতায়ন- www.konnect.edu.bd থেকে ক্লাশের  ভিডিও ডাউনলোড করে বারবার দেখার ও অনুশীলন করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে  এবং শিক্ষার্থীবৃন্দ তাদের ডায়রি থেকে শিক্ষকদের ফোন নম্বর নিয়ে বিষয়ভিত্তিক শিক্ষকদের সাথে ফোন করে লেসন সম্পর্কে অালোচনা, লেসন দেয়া- নেয়ার জন্য পরামর্শ দেয়া গেল৷

পরিশেষে সর্বসাধারণকে এ মুহুর্তে স্বাস্থ্য সংক্রান্ত সরকারি বিধি-নিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে৷


অনুরোধক্রেম

প্রধান শিক্ষক

খেড়িহর অাদর্শ উচ্চ বিদ্যালয়

শাহরাস্ত, চাঁদপুর৷


তাছাড়াও সংসদ টিভিতে যেদিন ক্লাশ শুরু হয়েছিল তার পূর্বের দিন স্কুল এলাকার মসজিদের মাইকে অভিভাবকদেরকে তাদের সন্তানদের সংসদ টিভিতে ক্লাশ উপভোগ করার জন্য এবং অভিভাবকেরা সেসময় সন্তানদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করে মাইকিং করা হয়েছিল৷