Loading..

উদ্ভাবনের গল্প

২৩ এপ্রিল, ২০২০ ০৩:৪১ অপরাহ্ণ

'আমার ঘরে আমার স্কুল' অভিভাবকদের সচেতন ও শিক্ষার্থীদের সংসদ টিভিতে ক্লাশ দেখা নিয়ে আমার অভিযান।

'আমার ঘরে আমার স্কুল', শিক্ষার্থীদের সংসদ টিভিমুখী করা ও অভিভাবকদের সচেতন করতে আমার ক্ষুদ্র অভিযান।

“কোভিড ১৯ এর প্রকোপে যখন সারাবিশ্ব, তখনো থেমে থাকেনি পথচলা।“

করোনা ভাইরাসের কারনে লকডাউন চলছে। এরই মধ্যে a2i থেকে শ্রদ্ধেয় অভিজিৎ স্যারের মেইল পেলাম সংসদ টিভিতে শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাশের ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের- সচেতনা বৃদ্ধি, সংসদ টিভিতে ক্লাশ দেখা, পড়ালেখা সংক্রান্ত বিষয়ে খোজ খবর নেয়ার জন্য অভিভাবকের সাথে মোবাইলে যোগাযোগ করি। পরবর্তীতে শিক্ষার্থীরা বাসায় সংসদ টিভিতে ক্লাশ দেখছে কিনা বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খোজ খবর নেই। করোনা থেকে নিরাপদে থাকতে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া, যে কোন সমস্যায় ‘৩৩৩’ এ ফোন দেয়া ইত্যাদি বিষয়েও আলাপ করি। 

সংরাইশ সরকারি শিশু পরিবারেও স্ব-শরীরে গিয়ে আমাদের ৩৯ জন শিক্ষার্থীসহ ১০০ শিক্ষার্থীকে সংসদ টিভিতে ক্লাশ দেখার ব্যাপারে উদ্বুদ্ধ করি। সরকারি শিশু পরিবার ব্যতিত প্রায় দুইশতাধিক শিক্ষার্থীর বাড়িতে গিয়ে সংসদ টিভিতে ক্লাশ করছে কিনা সামাজিক দূরত্ব বজায় রেখে খোজ খবর নেই।  

ফলাফল:

শিক্ষার্থীরা সংসদ টিভিতে ক্লাশ দেখছে।

অভিভাবকরা ক্লাশ দেখা ও বাড়ির কাজ সম্পন্ন করার ব্যাপারে তাদের উৎসাহিত করছে।

সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে শিক্ষার্থী ও অভিভাবকরা সচেতন।

শিক্ষার্থীদের পড়ালেখা সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য আমাকে ফোন করছে।  

  • মোহাম্মদ আজিম খান (রাজু)
  • সহকারি শিক্ষক
  • সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়
  • আদর্শ সদর, কুমিল্লা। 
  • ইমেইল: [email protected]
  • মোবাইল: ০১৮৭৩৬৩৬৩৩৮