Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৪ এপ্রিল, ২০২০ ১২:০৫ অপরাহ্ণ

রাঙ্গামাটি পার্বত্য জেলায় শুরু হয়েছে অনলাইন শিক্ষা কার্যক্রম

বিশ্বব্যাপী করো না মহামারী পরিস্থিতিতে রাঙ্গামাটি পার্বত্য জেলায় শুরু হয়েছে অনলাইন শিক্ষা কার্যক্রম। রাঙ্গামাটি পার্বত্য জেলার অ্যাম্বাসেডরবৃন্দের সরাসরি পরিচালনায় রাঙ্গামাটিতে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল খোলে এ অনলাইন স্কুল কার্যক্রম চলছে।


এ কার্যক্রমের আওতায় রাঙ্গামাটির স্বনামধন্য শিক্ষকবৃন্দ এবং জেলা অ্যাম্বাসেডরগণ তাদের ক্লাস নিয়মিত অনলাইনে পরিচালনা করছেন। এ কার্যক্রমের ফলে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকরা সেখান থেকে নিয়মিত ক্লাস দেখেন এবং সে অনুযায়ী বাড়ির কাজ গুলো করে শিক্ষার্থীরা খুবই উপকৃত হচ্ছে। 

আগামী দিনগুলোতে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা অ্যাম্বাসেডরবৃন্দ।


ফেসবুক লিংক: https://www.facebook.com/rangamationlineschool/


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি