Loading..

উদ্ভাবনের গল্প

২৬ এপ্রিল, ২০২০ ০৫:৫৯ অপরাহ্ণ

যুদ্ধ জয়ের গল্প

প্রথমেই আমি ফেইসবুকে একটি ম্যাসেঞ্জার গ্রুপ খুললাম, নাম দিলাম ‘বাংলা আঙিনা (বাংলার হেল্প ডেস্ক)। সবাই সবাইকে যুক্ত করল। তারপর সেই গ্রুপে জুম একাউন্ট খোলার লিঙ্ক দিলাম, দিলাম কীভাবে স্টেপ বাই স্টেপ একাউন্ট খুলতে হয় তার টিউটোরিয়ালও দিয়ে দিলাম। প্রাথমিক পর্যায়ে সবাই জুম একাউন্ট খুলতে না পারলেও অনেক ছাত্রই তা খুলতে সক্ষম হল। শুরু হল আমাদের কার্যক্রম। আমি ম্যাসেঞ্জার গ্রুপে টপিক দিলাম, নির্দিষ্ট সময়ে সেই টপিকের উপরে জুমক্লাসে আলোচনা-পর্যালোচনা হল। কিছু কিছু বাচ্চা আমাকে টেক্সট দিয়ে প্রশ্ন করল আর কিছু কিছু বাচ্চা আমাকে ভিডিও করেও প্রশ্ন করল। আমি ম্যাসেজিং এর মাধ্যমে সমস্যার সমাধান করে দিলাম। 3য় স্টেপ এ গিয়ে নির্দিষ্ট সময়ে আয়োজন করা হল বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার। গ্রুপে প্রশ্নপত্র দিলাম; ছাত্ররা নির্দিষ্ট সময় পরীক্ষা দিয়ে গ্রুপেই উত্তর পোস্ট করে দিল। আমি উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল শীট আবার গ্রুপে পোস্ট করে দিলাম। পরীক্ষার মাধ্যমে সেই অধ্যায়ের সমাপ্তি করে আবার নতুন অধ্যায়ের সূচনা হল.............