Loading..

নেতৃত্বের গল্প

২৮ এপ্রিল, ২০২০ ১২:০২ অপরাহ্ণ

আমার বিদ্যালয়, আমার অহংকার--১( আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উদযাপন)

গত ১১-১২-২০২০ খ্রিঃ বিরামপুর রেল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় , বিরামপুর, দিনাজপুরে প্রধান শিক্ষক ( চঃদাঃ) পদে একই উপজেলার ধনতোলা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে  বদলী হয়ে যোগদান করি। যোগদান করার পর হতে বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই বিদ্যালয়টি নবজাতীয় ৩য় পর্যায়ের জাতীয়করণ এবং শহরের বস্তি এলাকায় অবস্থিত। চেষ্টা করে যাচ্ছি বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে রূপান্তর করার ।গত ২১ শে ফেব্রুয়ারি -২০২০ খ্রিঃ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করি। প্রভাত ফেরি  শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিত্রাংকন ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে এবং চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম ও কবিতা আবৃত্তিতে ২য় স্থান অধিকার করে পুরস্কার লাভ করে, যা এই প্রথম বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে পুরস্কার লাভ করে ও প্রশাসন কর্তৃক প্রশংসি ত হয়।