Loading..

উদ্ভাবনের গল্প

০১ মে, ২০২০ ০৩:২৬ অপরাহ্ণ

মিড ডে মিল_ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ।

মিড ডে মিল কার্যক্রম বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। ২০১৯ সালে সেপ্টেম্বর মাসে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ এ কার্যক্রম চালু করা হয়। শিক্ষার্থীরা অত্যন্ত ইতিবাচক হিসেবে এ কার্যক্রম অত্যন্ত আনন্দের সাথে অব্যাহত রেখেছে। প্রধান শিক্ষক মহোদয় এ ব্যাপারে আমাদের শিক্ষকদের নিয়ে একটি সভা করে। সভায় সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আমাকে এ কমিটির একজন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়। আমরা শিক্ষার্থীদের সাথে আলাপ করে কীভাবে এ কার্যক্রম অব্যাহত রাখা যায় এ ব্যাপারে আলোচনা করি। তাদের আগ্রহ দেখে আমরা তাদের মধ্যে একটি কমিটি বানিয়ে দেই। এবং একটি মেন্যু তৈরী করি। কোন দিন কী পরিবেশন করা হবে। কীভাবে কম খরচে ভাল মানের খাবার পরিবেশন করা যায় তা নিয়ে আলোচনা করি। যে কারণে মেন্যু তৈরী করার জন্য দামের দিকে নজর রাখি। আমরা প্রথমদিন পরীক্ষামূলকভাবে একটি মেন্যু দিয়ে তৈরী করি ভোনা খিচুরী সবজি। যেটির খরচ ১৭/=টাকার মধ্যে পরে। একসপ্তাহ বিভিন্ন মেন্যু দিয়ে আমরা মিড-ডে-মিল চালু রাখি। যা শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দরভাবে অংশগ্রহণ করে। আমরা খেয়াল করলাম প্রতিদিন প্রায় দুইশত থেকে তিনশত শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেড়ে গেছে। শহরের অবস্থিত বলে আশেপাশে অনেকের বাসা তাই যারা দূর থেকে আসে তারা অংশগ্রহণ করে। এবং কাছের যারা বাসা থেকে টিফিন নিয়ে আসে। অত্যন্ত সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে আমাদের কার্যক্রম পরিচালনা হতে লাগল। দুপুরবেল এক উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হত। একটি নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে আমরা এ কার্যক্রমটি সুষ্ঠ ও সুন্দরভাবে বিদ্যালয়ে এ কার্যক্রমটি পরিচালনা করছি। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ২৯সেপ্টেম্বর সিলেট আসেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট বিভাগে ১২টি বিদ্যালয়ে এ কার্যক্রম উদ্ধোধন করেন। আমরা অত্যন্ত ভাগ্যবান যে বারটি বিদ্যালয়ের মধ্যে আমাদের বিদ্যালয়টিও ছিল। সম্মানীত প্রধান শিক্ষক মহোদয় আমাকে অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনার দায়িত্ব দেন। আমি অনুষ্ঠানটি দুটি ভাগে ভাগ করি প্রথম অংশে শিক্ষার্থীদের নিয়ে উদ্ধোধনী পর্বে অংশগ্রহণ এবং দ্বিতীয় অংশে সাক্ষাতকার পর্ব।