Loading..

নেতৃত্বের গল্প

০২ মে, ২০২০ ১১:৩২ পূর্বাহ্ণ

আমার প্রচেষ্টা

২০১৮ সালের ২৬ এপ্রিল চলতি দায়িত্বে পদায়ন প্রাপ্ত হয়ে বিরামপুর উপজেলার অবহেলিত জনপদ বিনাইল ইউনিয়নের মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। বিদ্যালয়টি উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। বিদ্যালয়ের পারিপার্শিক অবস্থা দেখে প্রথমে হতাশ হয়েছিলাম। কীভাবে কী করবো বুঝে উঠতে পারছিলাম না। জরাজীর্ন ভবন। জানালার পাখাগুলো খুলে যাওয়া। ভবন প্রতিষ্ঠার পর আর কোন সংস্কার হয়নি। পানির ব্যবস্থা যাচ্ছে তাই। পাশের হাইস্কুল থেকে পানি সংগ্রহ করতে হয়। পানির অভাবে টয়লেটের অবস্থা আরো শোচনীয়। শুধু অফিস কক্ষে বিদ্যুৎ ব্যবস্থা আছে, অন্য কক্ষগুলোতে নাই।  এসব তো গেলো অবকাঠামোগত অবস্থা। সবচেয়ে অবাক হলাম যখন দেখলাম শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে ১০টার পর। ৩টার পর অফিসের দরজায় শিক্ষার্থীদের উকিঝুকি। স্যার, কখন ছুটি দিবেন? এত সব সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে শুরু করলাম নতুন পরিবেশে আমার পথ যাত্রা।  বিভিন্ন প্রতিকুলতার মাঝে চলছে আমার এই পথচলা। এর মাঝেই জাতীয় শিক্ষাপদক ২০১৯ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলাম।

আগামীতে বিদ্যালয়টিকে যেন মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে পারি এই প্রত্যাশায় আজ এ পর্যন্ত।