Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৪ মে, ২০২০ ০৯:৫৪ পূর্বাহ্ণ

বসন্তের কোকিল

বসন্তের কোকিল

সবে শুরু ঋতুরাজ বসন্ত। শীতের জরাজীর্ণতা কেটে নতুন রূপে সাজ নেয় প্রকৃতি। গাছে গাছে নতুন ফুল, পাতায় ভরে যায়। আর আমরা দেখতে পাই, প্রকৃতির অপার সৌন্দর্য। চারদিকে পাখির কিচিরমিচির। কতশত পাখির মধ্যে তোমার কানে আসে কোকিল পাখির কুহুকুহু ডাক। কোকিল মূলত, পাখির একটি গোত্রীয় নাম। এশিয়া এবং আফ্রিকাজুড়ে এই গোত্রের প্রায় ১৩০টি প্রজাতি আছ। এর ভেতরে বাংলাদেশেই পাওয়া যায় প্রায় ২০টি প্রজাতি।

বসন্তকালে এদের সুমধুর ডাক মাতিয়ে রাখে। এই কোকিল ভারত বাংলাদেশ ছাড়াও ইন্দোচীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায়। বাংলাদেশে কালো কোকিল বলতে পুরুষ কোকিলকেই বুঝায়। কারণ স্ত্রী কোকিলের গায়ের রং কালো নয়। পুরুষ কোকিলের শরীরে চকচকে কালো রঙের মধ্যে নীল ও সবুজের আভা থাকে। আর স্ত্রী পাখির পিঠে বাদামির ওপর সাদা ও পীতাভ চিতি রয়েছে। এদের ঠোঁট শক্ত ও বাঁকা। এদের চোখ টকটকে লাল এবং ঠোঁট আপেল-সবুজ। #

মেফতাহুন নাহার কবিতা

প্রভাষক বাংলা

বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা,

বিরামপুর, দিনাজপুর।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি