Loading..

নেতৃত্বের গল্প

০৫ মে, ২০২০ ০২:৫১ পূর্বাহ্ণ

চট্রগ্রাম জেলার শ্রেষ্ট মাদ্রাসা
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া আলিম মাদ্রাসায় আমি ২০১১ ইং সালে যোগদান করে নিম্নের কাজগুলো করে সাধারণ একটি মাদরাসারকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা হিসেবে স্বীকৃতি লাভ করে। অধ্যক্ষের দায়িত্ব নিয়ে একটি পাঁচ সালা পরিকল্পনা গ্রহণ করি। ** প্রথমেই ৫টি শুন্যে পদে নিয়োগ দেই কারণ শিক্ষকরাই প্রতিষ্ঠানের প্রাণশক্তি। ** ট্রেনিং - সকল শিক্ষকদের সরকারি বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করি। ট্রেনিং থেকে প্রাপ্ত জ্ঞানকে ইনহাউজ ট্রেনিংয়ের মাধ্যমে সকল শিক্ষকদের মধ্যে বিলিয়ে দিতে চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমাদের মাদরাসার সকল শিক্ষকই কম্পিউটার ট্রেনিং প্রাপ্ত। ** শিক্ষার্থী - ২০১১ সালে ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল ৩৫৫ জন। আলহামদুলিল্লাহ ২০২০ সালে ছাত্র-ছাত্রী ৮৯০ জন। ** অভিভাবক - প্রতি বছর ৫-৬ টি অভিভাবক ও মা সমাবেশ করে তাদেরকে পড়ালেখা উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে, তাদেরকে আরো আগ্রহী ও অনুপ্রানিত করি। ** সুধী সমাবেশ - প্রতিষ্ঠান পড়ালেখা উন্নয়নের লক্ষে মতবিনিময় করে প্রাপ্ত জ্ঞানকে প্রতিষ্ঠান পরিচালনা করি। ** সিসিটিভি - প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে এবং ওয়াই-ফাই যুক্ত করে যেকোনো জায়গা থেকে ক্লাস পর্যবেক্ষণ করা যায়, যার ফলে শ্রেণি কক্ষে শিক্ষার্থী ও শিক্ষক উভয় সতর্কত থাকেন। ** ই-হাজিরা- শিক্ষার্থীদের এবং শিক্ষকগণের আগমন- প্রস্থানের রেকর্ডের জন্য ই হাজিরা মেশিন (ফিঙ্গার প্রিন্ট) স্থাপন করে আসা- যাওয়ার নির্ধারিত সময় রেকর্ড করা হয়। ** মাল্টিমিডিয়া রুটিন করা আছে, রুটিন অনুযায়ী শিক্ষকগণ মাল্টিমিডিয়া ক্লাস করে এমএমসি আপলোড করা হয়। ** ওয়াইফাই- মাদ্রাসায় ওয়াইফাই আছে এবং শিক্ষকগণ ওয়াইফাইয়ের মাধ্যমে অনলাইনের যাবতীয় কাজ করতে পারেন। # শিক্ষক বাতায়ন- আমাদের মাদরাসার সকল শিক্ষক বাতায়নের প্রোফাইল ১০০% আপডেট আছে। ** অধ্যক্ষ হিসেবে আমি উপজেলা পর্যায়ে ২০১৬,২০১৭ ২০১৯ সালে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে স্বীকৃতি পেয়েছি। ** অত্র মাদরাসার জনাব মুহাম্মাদ আরিফ উদ্দিন জেলা এম্বাসেডর ও মাষ্টার ট্রেইনার এবং উপজেলা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক। ** ৫ম,৮ম,দাখিল ও আলিম কেন্দ্রীয় পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড। ** সাফলতা- জাতীয় শিক্ষা সপ্তাহ উপজেলা পর্যায়ে ২০১৫, ২০১৬,২০১৭,২০১৮ সালে এবং ২০১৯ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ** আর্থিক - আর্থিক সচ্ছলতার জন্য শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের নিয়ে নীরিক্ষা ও ক্রয় কমিটি গঠন করে আর্থিক সচ্ছলতা রাখা হয়। ** অবকাঠামো - দিনদিন শিক্ষার্থী বেড়ে যাওয়ায় জনগণের আর্থিক সাহায্য ও মাদরাসার ফান্ড দ্বারা চারতলা নতুন একটি বিল্ডিং নির্মাণ করা হয়।