Loading..

প্রেজেন্টেশন

১২ মে, ২০২০ ০১:১৩ পূর্বাহ্ণ

Sub: ICT | Class: XI & XII | Chapter-01 | Topic- বিশ্বগ্রাম (Global Village)

বিশ্বগ্রাম  (Global Village)

Global Village শব্দটির Global  বলতে ‘সমগ্র পৃথিবী’ এবং Village  বলতে কতকগুলো ‘বাড়ী’- কে বুঝায়। শাব্দিক অর্থে Global Village বলতে সমগ্র পৃথিবীকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করাকে বুঝায়। গ্রাম একটি ছোট এলাকা যেখানে কোনো সচেতন ব্যক্তি চাইলেই গ্রামের আনাচে-কানাচে  কে, কীভাবে, কি ধরণের ধর্ম-কর্ম, শিক্ষা-চিকিৎসা, ব্যবসা-বানিজ্য, চাকরি, চাষাবাদ ইত্যাদি করছে তা মুহূর্তের মধ্যে জানতে পারে। তাছাড়া গ্রামের বিভিন্ন ব্যক্তির অবস্থা আচার-ব্যবহার, সাংস্কৃতিক কর্মকান্ড, সুখ-দুঃখ, বিপদ-আপদ,  আনন্দ-বেদনা, চাওয়া-পাওয়া, বিভিন্ন ধ্যান-ধারনা ইত্যাদি তথ্য একে অন্যের সাথে সহজে এবং খুব দ্রুত বিনিময় করতে পারে। তেমনি বিশ্বের  যেকোনা এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদান যেমন-ইন্টারনেট, কম্পিউটার , লেপটপ, স্মার্টফোন,  রেডিও, টেলিভিশন ইত্যাদি ব্যবহার করে ঘরে বসে মুহূর্তের মধ্যে গ্রামের চেয়েও আরও অল্প সময়ে যোগাযোগ করে সকল ধরনের কর্মকান্ড  সম্পন্ন করতে পারে যাকে বিশ্বগ্রাম বলে । Global Village-এর এই ধারণাটি সর্বপ্রথম কানাডিয়ান দার্শনিক টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হারবাট মার্শাল ম্যাকলুহান  ১৯৬২ সালে তার প্রকাশিত The Gutenberg Galaxy’ বইতে উল্লেখ করেন। ১৯৬৪ সালে ম্যাকলুহান  তার প্রকাশিত দ্বিতীয় বই ‘Understanding Media’- তে ইলেকট্রনিক প্রযুক্তি এবং তথ্যের প্রবাহ দ্বারা সমগ্র বিশ্ব কীভাবে একটি গ্রামে পরিনত হবে তার ব্যাখ্যা প্রদান করেন। এই পাঠশেষে শিক্ষার্থীরা...

                           1.          বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা  করতে পারবে

                          2.           বিশ্বগ্রামের উপাদানগুলো  ব্যাখ্যা  করতে পারবে

                          3.           বিশ্বগ্রামের বিভিন্ন প্রয়োগক্ষেত্র আলোচনা করতে পারবে ।

                           4.          বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করতে পারবে