Loading..

উদ্ভাবনের গল্প

১২ মে, ২০২০ ০৭:০৮ অপরাহ্ণ

বঙ্গবন্ধু চাইল্ড ইন্টিগ্রীটি উদ্বোধনের প্রক্কালে শিক্ষা সচিবের আগমন। অভিজিৎ কুমার মন্ডল,সহকারী শিক্ষক,বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় খুলনা।

বংগবাসী মাধ্যমিক বিদ্যালয়,চাইল্ড ইনটিগ্রীটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম।


সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অনেক বেশি ভালোবাসতেন। তিনি বিশ্বাস করতেন আজকের শিশু আগামীর ভবিষ্যৎ।এই শিশুরা যাতে সৎ যোগ্য আদর্শ ও সৃজনশীল নাগরিক হিসাবে বেড়ে উঠতে পারে সেজন্য শিশু প্রিয় বঙ্গবন্ধু শিশুদের কল্যানে ১৯৭৪ সালের ২২ জুন "জাতীয় শিশু আইন " (চিলড্রেন অ্যাক্ট)জারি করেন।এই আইনের মাধ্যমে শিশুদের মধ্যে সব ধরনের অবহেলা নির্যাতন, নিষ্ঠুরতা, শিশুশ্রম,খারাপ কাজে লাগানো ইত্যাদি থেকে নিরাপত্তার অধিকার নিশ্চিত করা হয়েছে।একটি শিশুকে সততা নৈতিকতা মূল্যবোধ ও সুশিক্ষায় শিক্ষিত করতে বঙ্গবন্ধুর জীবন যাপন একটি অনুকরণীয় আদর্শ।জাতির পিতার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধুর চর্চার মাধ্যমে শৈশব থেকেই শিশুদের মধ্যে এসব গুনাবলীর বহিঃপ্রকাশ ঘটাতে বঙ্গবন্ধু চাইল্ড ইন্টিগ্রীটি স্থাপন করার সিদ্ধান্ত করা হয়।


বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে চাইল্ড ইন্টিগ্রীটি গঠনের উদ্দেশ্য:


১.শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করা।


২. শিক্ষার্থীদের উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলতে পাঠাভ্যাসের প্রতি আগ্রহ সৃষ্টি করা।


৩.৭ মার্চের ঐতিহাসিক ভাষণ চর্চা করা।


৪.গ্রহনযোগ্য ছাত্র শিক্ষক  সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একটি বন্ধুসুলভ প্লাটফরম তৈরী করা।

৫.সুশাসন প্রতিষ্ঠার জন্য জঙ্গীবাদ,  সন্ত্রাস ও মাদকের নেতিবাচক প্রভাব সম্পর্কে  শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তোলা।

৬.বঙ্গবন্ধুর নিজের লেখা, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বিভিন্ন গবেষণা মূলক বই সংগ্রহ  করা।

৭.শিক্ষার্থীদের নেতৃত্বের গুনাবলীর বিকাশ ঘটাতে বিতর্ক কুইজ রচনা ও চিত্রাঙ্কন  প্রতিযোগিতার আয়োজন করা।

৮.কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহনে বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ  এবং বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা।

৯.নেতৃত্বের  বিকাশ ঘটাতে শিক্ষা সফরের আয়োজন করা।

১০.শিক্ষার্থীদের  মধ্যে ধর্মীয়  মূল্যবোধ ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ গঠনে সহযোগিতা করা।

ধন্যবাদান্তে

অভিজিৎ কুমার মন্ডল

সহকারী শিক্ষক, বাংলা

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়

খালিশপুর, খুলনা