
সহকারী অধ্যাপক

১৬ মে, ২০২০ ০৭:৩০ অপরাহ্ণ
সহকারী অধ্যাপক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ নবম
বিষয়ঃ বাংলা সহপাঠ
অধ্যায়ঃ প্রথম অধ্যায়
বাংলালিপির বিবর্তনের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। প্রাচীন ভারতে দুটি লিপির ইতিহাস পাওয়া যায়। একটি হলো ব্রাহ্মী, অপরটির নাম খরোষ্টি। ব্রাহ্মী লেখা হতো বাম থেকে ডানদিকে, আর খরোষ্টি লেখা হতো ডান থেকে বামে। পূর্ব-ভারতীয় ব্রাহ্মীলিপির সূদীর্ঘ আঞ্চলিক বিবর্তন ধারার চূড়ান্তরূপ হলো বাংলা লিপি। কিন্তু আমরা বাংলা ভাষাভাষীরা বাংলা বর্ণমালা মাত্রাসহকারে লেখার ক্ষেত্রে সচেতন নই। ফলে আমাদের বাংলা লেখায় ভুল পরিলক্ষিত হয়। তাই এর গুরুত্বের কথা বিবেচনা করে আমি বাংলা ভষার বর্ণমালাগুলোর যাতে যথার্থভাবে মাত্রা ঠিক রেখে লিখতে পারে তাই চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও রেটিং প্রদান করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে আরো বিভিন্ন বিষয়ে চিত্র তৈরি করার উৎসাহ পাব।
মুহাম্মদ আরিফ উদ্দীন
বাংলা প্রভাষক,
বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া আলিম মাদরাসা, আনোয়ারা , চট্টগ্রাম।
ও ICT4E জেলা অ্যাম্বাসেডর।