Loading..

উদ্ভাবনের গল্প

২৩ মে, ২০২০ ০১:৫৪ অপরাহ্ণ

ধানের দাম নিয়ে শঙ্কায় কৃষক

করোনাভাইরাস পরিস্থিতিতে ধানের উৎপাদন ধরে রাখতে সব চেষ্টা চালিয়েছে কৃষকরা। শ্রমিক না পেয়ে নিজেরাই নেমে গেছেন পরিচর্যায়। অবশেষে বোরো ধান ঘরে তুলতে সক্ষম হচ্ছেন তারা। হাওরাঞ্চলে গতকাল বুধবার পর্যন্ত ৭৫ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। কিন্তু এই ধানের মূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। ধানের দাম না থাকায় গত মৌসুমে অনেক লোকসান হয়েছে। অনেকেই এখনো সে ক্ষতি পুষিয়ে উঠতে পারেননি। এরইমধ্যে বিদ্যুতের দাম বাড়ায় সেচ খরচ আরো বেড়েছে ফলে ধানের দাম নিয়ে শঙ্কায় কৃষক কিন্তু এই ধানের সঠিক মূল্য যদি কৃষকরা না পায় তাহলে বর্গাচাষী কৃষক হবে দিশে হারা