সহকারী অধ্যাপক
২৯ মে, ২০২০ ০৬:৫৯ অপরাহ্ণ
ণ-ত্ব বিধির সংজ্ঞা ও নিয়মগুলো জেনে নেই
ধরনঃ মাদ্রাসা শিক্ষা
শ্রেণিঃ নবম
বিষয়ঃ বাংলা ব্যাকরণ ও নির্মিতি
অধ্যায়ঃ প্রথম অধ্যায়
সংস্কৃত ভাষা থেকে আগত যে সব শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় সে সব শব্দে সংস্কৃত ভাষার বানানরীতি অবিকৃত থাকে। বাংলায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধণ্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। কিন্তু বাংলা ভাষায় সাধারণত মূর্ধণ্য-ণ ব্যবহারের প্রয়োজন নেই। সেজন্য বাংলা (দেশি), তদ্ভব, বিদেশি, বানানে মূর্ধণ্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না। বানান সচেতনতার কথা বিবেচনা করে একটি চিত্রের মাধ্যমে ণ-ত্ব বিধির নিয়মগুলো তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক, রেটিং মতামত দেয়ার অনুরোধ রইল।
মুহাম্মদ আরিফ উদ্দীন
বাংলা প্রভাষক,
বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া আলিম মাদরাসা, আনোয়ারা , চট্টগ্রাম।
ও ICT4E জেলা অ্যাম্বাসেডর।