Loading..

উদ্ভাবনের গল্প

০১ জুন, ২০২০ ০৭:৩২ অপরাহ্ণ

অনলাইনে বাড়িরকাজ যাচাই

শিক্ষার্থীদের বললাম, ইতিমধ্যে সংসদ টেলিভিশনের ক্লাসগুলোর যেসব বাড়িরকাজ তোমরা করেছ সেসব কাজের ছবি তুলে বিষয়ভিত্তিক বারগুলোতে গ্রুপে পোস্ট দাও। ঐচ্ছিকবারে ধর্ম, জীববিজ্ঞান, রাসায়ন, উচ্চতর গণিত, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যাবসায় উদ্যোগ, আইসিটি ইত্যাদি বিষয়ের যেকোনো একটি বা একাধিক বিষয়ের ওপর পোস্ট দিতে বলেছি। শুরু হলো গ্রুপের পথচলা। দেশের বিভিন্ন অনলাইন স্কুলে খুব ভালোভালো ক্লাস হচ্ছে। কিশোর বাতায়নসহ সেই ক্লাসগুলো আমি নিয়মিত গ্রুপে পোস্ট দিতে লাগলাম। ফলে শিক্ষার্থীরা সহজেই একটি জায়গায় অনেকগুলো প্ল্যাটফরমের ক্লাস পেতে শুরু করল। অনলাইন স্কুলগুলোর বাড়িরকাজও সমান উৎসাহে পোস্ট দিতে শুরু করল তারা। তাদের এই উৎসাহে আরো স্পৃহা সৃষ্টি করার জন্য যারা নিয়মিত পোস্ট দিচ্ছে তাদের ছবি ইলাস্ট্রেটরে ডিজাইন করে ব্যানার বানিয়ে সপ্তাহ শেষে পোস্ট দিচ্ছি এখন