Loading..

উদ্ভাবনের গল্প

০৮ জুন, ২০২০ ০১:৫৭ পূর্বাহ্ণ

জাতীয় শিশু প্রতিযোগিতা ২০২০_ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়।

শিশু প্রতিযোগিতা-২০২০এ_ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন। উপজেলা পর্যায়ে ২৫টি বিষয়ে পুরস্কার লাভ করেন। জেলা পর্যায়ে ১৮টি বিষয়ে পুরস্কার লাভ করে। বিভাগীয় পর্যায়ে ২টিতে  ২য় স্থান লাভ করেন। জাতীয় পর্যায়ে কোন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারি নি। সহ পাঠক্রমিক কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক  হিসাবে বছরের শুরুতে প্রধান শিক্ষক মহোদয় আমাকে দায়িত্ব দেন। আমি শিক্ষার্থী ও শিক্ষকের সমন্বয়ে একটি কমিটি গঠন করি। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৫০জন কে এ কার্যক্রমের অর্ন্তভূক্ত করি। বছরের প্রথম থেকেই আমরা প্রতি বৃহষ্পতিবার বিকাল বেলা বিভিন্ন বিষয়ের কার্যক্রম অনুশীলন করতে থাকি। যে যে বিষয়ে ভাল তাদেরকে সেই বিষয়েই অনুশীলন করাই। যে কারণে এবছরই আমরা প্রায় সব ইভেন্ট এ পুরস্কার লাভ করি। ২৫টি প্রথম স্থান লাভ করে আমরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ লাভ করি। যেটি এযাবত কালের এক বিদ্যালয় সর্বোচ্চ পুরস্কার পাওয়ার রেকর্ড। জেলা পর্যায়েও আমরা সর্বোচ্চ পুরস্কার পাই। ৪টি বিষয়ে প্রথমসহ ১৮টি পুরস্কার আমরা পেয়ে এককভাবে সর্বোচ্চ পুরস্কার লাভ করি।আমরা শুরু করেছি, আগামীতে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।