Loading..

ভিডিও ক্লাস

১০ জুন, ২০২০ ১২:১৮ অপরাহ্ণ

হিসাববিজ্ঞান পর্ব - ১১ হিসাব চক্র/Accounting Cycle: রেওয়ামিল / Trial Balance

হিসাব চক্র/Accounting Cycle: রেওয়ামিল / Trial Balance

আজকের পাঠে যা যা থাকবেঃ

১। রেওয়ামিল এর সংজ্ঞা
২। রেওয়ামিল এর ছক (Format)
৩। রেওয়ামিল তৈরি করার পদ্ধতি (System)
৪। রেওয়ামিল তৈরীর উদাহরণ (Example)
৫। অনিশ্চিত হিসাব(Suspense A/C)

রেওয়ামিলের সংজ্ঞা (Definition): রেওয়ামিলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Trial Balance. “Trier” ফরাসী শব্দ যার অর্থ “পরীক্ষা করা” এবং “Bilax” ল্যাটিন শব্দ যার অর্থ ‘দু’পাল্লার মাপ যন্ত্র’। সুতরাং Trial Balance এর শাব্দিক অর্থ হল ‘ডেবিট’ ও ‘ক্রেডিট’ – ব্যালেন্সকে দু’পাল্লায় রেখে হিসাবের গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা। 

Meigs & Meigs এর মতে, “হিসাবসমূহের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্সের সমতা বিধানকারী প্রমাণপত্রই রেওয়ামিল।”

অতএব, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে সকল খতিয়ানের Dr. ও Cr. ব্যালেন্স সমূহের ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে।