Loading..

ভিডিও ক্লাস

১০ জুন, ২০২০ ১২:৪৬ অপরাহ্ণ

হিসাববিজ্ঞান পর্ব - ১৯ঃ Closing Journal (সমাপনী জাবেদা)

Closing Journal (সমাপনী জাবেদা)

আজকের আলোচনায় যা যা থাকবেঃ

১। সমাপনী জাবেদা কি?

২। কখন এবং কিভাবে সমাপনী জাবেদা লিখা হয়?

৩। উদাহরণ


সমাপনী জাবেদার সংজ্ঞাঃ কোনো প্রতিষ্ঠানে হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করার পর মুনাফা জাতীয় আয় সমূহ বা মুনাফা জাতীয় ব্যয়ের খাতসমূহ বা উদ্বৃতসমূহ যে জাবেদার মাধ্যমে বন্ধ করা হয়, তাকে সামাপনী জাবেদা (Closing Journal) বলে।

যেহেতু মুনাফা জাতীয় আইটেম সমূহের প্রভাব পরবর্তী হিসাবকালে থাকে না, সেহেতু এই হিসাবগুলো সংশ্লিষ্ঠ হিসাবকালে বন্ধ করা হয়।


কখন এবং কিভাবে সমাপনী জাবেদা লিখা হয়?

১) মুনাফা জাতীয় আয় হিসাবসমূহ বন্ধ করার জন্য-
   Revenue/আয়সমূহ                    Dr.
         Income Statement/আয় বিবরণী    Cr. 

২) মুনাফা জাতীয় ব্যয় হিসাবসমূহ বন্ধ করার জন্য-
          Income Statement/আয় বিবরণী Dr.
            Expenses/খরচসমূহ Cr.


৩) ক. নীট মুনাফা মূলধন হিসাবে স্থানান্তরের জন্য-
        Net income = revenue – expenses
    Net income মুলধন হিসাবের সাথে যোগ (+) হয়  বা মূলধন হিসাব বৃদ্ধি করে।
        Income summary/আয় বিবরণী            Dr.
                          Capital/মূলধন         Cr.

    খ. নীট ক্ষতি মূলধন হিসাবে স্থানান্তরের জন্য-
            Net Loss = Expenses – Revenue
    Net Loss = মূলধন হিসাব থেকে বাদ (-) যায় বা মূলধন হিসাব হ্রাস করে।
                               Capital/মুলধন           Dr.
          Income Statement/আয় বিবরণী      Cr. 

৪) উত্তোলন হিসাব/Drawing A/C বন্ধ করার জন্য-
              Capital/মুলধন            Dr.
উত্তোলন হিসাব/Drawing Cr.