Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ আগস্ট, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

মাল্টিমিডিয়া প্রজেক্টরের অগ্রগতি পযবেক্ষণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারন বিষয়ক কর্মশালা ছবি-২

"মাল্টিমিডিয়া ক্লাসরুমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা নির্ধারণ" শীর্ষক একটি কর্মশালা জেলা প্রশাসন কুষ্টিয়ার আয়োজনে  আজ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় কুষ্টিয়া জেলার  ২৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও প্রশিক্ষণপ্রাপ্ত  কম্পিউটার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মো: মুজিব উল ফেরদৌস এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার  জেলা প্রশাসক জনাব সৈয়দ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়াধীন আইসিটি এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা প্রচলন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসার ছায়েদুর রহমান এবং এটু আই প্রকল্পের শিক্ষা সংক্রান্ত গবেষণা সহকারী রফিকুল ইসলাম সুজন।গবেষণা সহকারী রফিকুল ইসলাম সুজন স্যার মাল্টিমিডিয়া প্রজেক্ঠ দিয়ে চমৎকার ক্লাশ পরিচালনা করেন  এবং রাশেদুজ্জামান স্যার ক্লাস উপস্থাপন করেন ।    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব সৈয়দ বেলাল হোসেন কুষ্টিয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপনের লক্ষ্যে সরকার কর্তৃক প্রেরিত সকল উপকরণের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেন। তিনি মাল্টিমিডিয়া ক্লাশরুম ব্যবহার হচ্ছে কীনা তা নিয়মিত ভাবে জেলা প্রশাসনের পক্ষ হতে তদারকি করা হবে মর্মে জানান। একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে বলে জানান । সকল শিক্ষককেই মাল্টিমিডিয়া প্রজেক্ট দিয়ে ক্লাস নিতে হবে বলে জানান ।  সভায় জেলার মোট কর্মশালায় ডিজিটাল কন্টেন্ট সংক্রান্ত বিভিন্ন উপস্থাপনা ও উম্মুক্ত আলোচনার আয়োজন করা হয়।

 

আরো দেখুন