Loading..

ভিডিও ক্লাস

১২ জুন, ২০২০ ০৩:২১ অপরাহ্ণ

ব্যাংক আমানত (১ম অংশ)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম

পাঠ পরিচিতি-*

অধ্যায়-১১ :- ব্যাংক আমানত (১ম অংশ)।

বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, 

শ্রেণিঃ ৯ম-১০ম শ্রেণি 

অধ্যায়: ১১, 

পৃষ্ঠাঃ- ১১০ থেকে ১১৪


শিক্ষক পরিচিতি:

 মনোয়ার হোসেন চৌধূরী। 

পদবীঃ সহকারি শিক্ষক (হিসাববিজ্ঞান) 

মহানগর আইড়িয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা, ঢাকা।

মোবাইল নং-০১৯২০০০৩৬৯১। 

https://www.facebook.com/mohive1

https://www.facebook.com/mohive

Page লিঙ্কঃ: https://www.facebook.com/mohive1990/


Class for Business Studies লিঙ্কঃ: https://www.facebook.com/watch/mohive...


কনটেন্ট লিঙ্কঃ https://youtu.be/I4xLwYUuI6s

playlists লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=XtYay...


11 1 Screenrecorder 2020 06 12 joined all


শিখনফলঃ 

   এই পাঠ শেষে শিক্ষার্থীরা------

 ব্যাংক আমানত কি তা বলতে পারবে।

 ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ননা করতে পারবে।

 ব্যাংক হিসাবের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। 


11.0  ব্যাংক আমানত কী? 

ব্যাংক ব্যবসায় তহবিলের মুল উৎস আমানত। ব্যাংকের আমানত বিভিন্ন ভাবে সংগৃহিত হয়ে থাকে।  বিশেষ করে বানিজ্যক ব্যাংক গুলি বিভিন্ন প্রকার হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে।এ ক্ষেত্র ব্যাক্তি ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ব্যাংক বিভিন্ন হিসাব খোলে প্রয়োজনীয় আমানত সংগ্রহ করে।


11.1 ব্যাংক আমানতের  উদ্দেশ্য ও গুরুত্বঃ 

১। গ্রাহকের জন্য 

 ১। নিরাপত্তা প্রদান 

 ২। ব্যবসায়িক লেনদেন 

 ৩। ঝুঁকিহীন বিনিয়োগ

 ৪। ঋণের সুবিধা

 ৫। সেবা অর্জন

 ৬। অতিরিক্ত অর্থের প্রয়োজন মিটানো


২।  ব্যাংকের জন্য 

ক. আমানত গ্রহণ: বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসাবে গ্রহন করে ব্যাংক তার তহবিল গঠন করে। 

খ. বৈদেশীক বিনিময়: ব্যাংক বৈদেশীক মুদ্রারও ব্যাবসা করে থাকে, যার জন্য গ্রাহকে কখনো কখনো হিসাব খুলতে হয়। 

গ. বিনিয়োগ: গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহন করে ব্যাংক বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে। লাভজনক খাত নিশ্চিত করা ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। 


৩। জাতীয় অর্থনীতির জন্য 

 ১।  সঞ্চয় প্রবণতা সৃষ্টি 

 ২। পুঁজি বা মূলধন গঠন 

 ৩। বিনিয়োগ ও উৎপাদন

 ৪। কর্মসংস্থান

 ৫। আন্তর্জাতিক বাণিজ্য


11.2 ব্যাংক হিসাবঃ 

১। চলতিঃ 

 প্রতিদিন বা সপ্তাহে প্রয়োজনমতো টাকা জমা রাখা ও উত্তোলন করা যায়।

 ব্যবসায়ীদের জন্য এ হিসাব সুবিধাজনক।

 এ হিসাব কোনো সুদ প্রদান করা হয় না।

 এ হিসাবের বিপরীতে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায়।

২। সঞ্চয়ীঃ

 প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায়।

 অব্যবসায়ী বা নির্দিষ্ট আয়ের জনগ্ণ এ হিসাব খোলে।

 সঞ্চয়ের উদ্দেশ্য এ হিসাব খোলা হয়।

৩। স্থায়ীঃ

 নির্দিষ্ট মেয়াদের জন্য এ হিসাব খোলা হয়।

 এ হিসাবের বিপরীতে সুদের হার বেশি ।

 মেয়াদ পূর্তির আগে সাধারণত টাকা উত্তোলন  করা যায় না।

৪। অন্যান্য হিসাবঃ

ক)স্কুল সঞ্চয়ী  হিসাব 

খ) বিমা সঞ্চয়ী হিসাব 

গ) বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব  

ঘ) ডিপোজিট পেনশন স্কিম হিসাব 

ঙ) ঋণ আমানতি হিসাব 

চ) রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব (RFCD)


দলীয় কাজঃ- 

**একক কাজঃ ব্যাংক কিভাবে অতিরিক্ত অর্থের প্রযোজন মেটায় ?

দলগত কাজঃ স্থায়ী হিসাব কি তা বর্ননা কর।


মূল্যায়নঃ


ব্যাংক আমানত কি?


ব্যাংকের গ্রাহক কে?


মোট কত ধরনের ব্যাংক হিসাব রয়েছে?



বাড়িতে বসেঃ-

‘ব্যাংক আমানত সৃষ্টিকারী প্রতিষ্ঠান’ –উক্তিটি মূল্যায়ন কর। 


ধন্যবাদ


সকলের সুস্বাস্থ্য

কামনায়


আল্লাহ হাফেজ