Loading..

উদ্ভাবনের গল্প

২১ জুন, ২০২০ ০৮:০০ পূর্বাহ্ণ

শিক্ষার্থীর সাংস্কৃতিক মনোভাব তৈরী (পর্ব-৩)

আমার মেয়ে বিজয়া দাস (বিন্দু), সে সপ্তম শ্রেণীর একজন ছাত্রী, মেয়ে আর ছাত্রী হিসেবে স্কুলে আর বাসায় খুবই প্রসংসার দাবীদার,লেখাপড়ার পাশাপাশি গান ভীষন পছন্দ করে শুধু তাই নয় একটা রাগ সঙ্গীত প্রশিক্ষনে গান শেখার জন্য চেষ্টা করছে,সমস্যা ছিল কারো সামনে গান গাইতে সে ভীশন সমস্যাবোধ মনে করতো, কখনোই কারো সামনে কোনো পরিস্থিতিতেই গান গাইতে রাজি ছিলনা, সবার সামনে গান পরিবেশন সব সময় একটা ভয় কাজ করতো তার মনের ভেতর। দেশের এই ক্রান্তিলগ্নে লেখাপড়া আর অলস সময়ের পাশাপাশি আমরা সবাই মিলে বিজয়াকে অনেক সাহসী হতে চেষ্টা করেছি ,এখন আর কারো সামনে গান গাইতে সে ভয় পায়না। সকল ভয়কে অতিক্রম করে আজ পর্যন্ত বিজয়া কয়েক ধরনের গান সবার উপস্থিতিতেই গাইতে সক্ষম হয়েছে।শরীর স্বাস্থ্য,মন ভালো রাখতে গানের কোনো বিকল্প নেই আসুন আমরা সবাই ঘরে থাকি,আর গান শুনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিজয়াকে গান গাইতে উৎসাহিত করি।