Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৩ জুন, ২০২০ ০৭:৫৭ অপরাহ্ণ

রেজাল্ট সফটওয়্যার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার জন্য

শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী

আল্লাহ’র অশেষ রহমতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রেজাল্ট সফটওয়ার এর সমাপ্ত করলাম(4 ‍scale grading ) শুধু MS ACCESS এ, এই ডাটা বেইসে দুই ধরণের প্রতিষ্ঠান স্কুল ও মাদরাসা আর এই সফটওয়ারে থাকছে অ্যাডমিট, সীট প্লান ,সকল শিক্ষার্থীর তালিকা,শাখা ওয়াইজ রেজাল্ট এবং মেরিট লিস্টে থাকবে শ্রেণিভিত্তিক গ্রেড ওয়াজ সামারী অথাৎ কোন গ্রেড কতজন পেল। আর এই কাজে আমাকে সহযোগিতা করেছেন আবদুল্লাহ আল মামুন ভাই, আবু ফিরোজ আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও এই ডাটা বেইসটি আরো ভালো করার জন্য কিছু উপদেশ দিয়েছেন ইসতিয়াক আহম্মেদ।
ইউজার আইডি bsckzaman পাসওয়ার্ড 2021
বিঃ দ্রঃ অবশ্যই অফিস ভার্সন 10 হতে উপরে হতে হবে।
ইউজার আইডি bsckzaman পাসওয়ার্ড 2021

রেজাল্ট সফটওয়্যার সম্পর্কিত নিদের্শনাঃ

DATA BASE টি ওপেন করার সময় যদি SECURITY WARNINIG: some active content has been disabled দেখায় নিচের চিত্রের ন্যায় তাহলেকিন্তু Login হবে না এজন্য প্রথমে Login Form টির উপরের ডানদিকে ক্রস চিহ্নে(নিচের চিত্রের ন্যায়) ক্লিক করে কেটে দিবেন তারপর Enable content এ ক্লিক করলে পূনরায় Login Form টি ওপেন হবে তখন ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে Login করবেন।

নিচের লিংকে করলে ডাটাবেইসটি পাবেন-

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি