Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৪ জুন, ২০২০ ০৮:২২ অপরাহ্ণ

অনলাইনে ক্লাস নেয়ার অভিজ্ঞতা

অন লাইনে ক্লাস নেয়া এই প্রথম।এ এক নতুন অভিজ্ঞতা।ক্লাস নিতে গিয়ে বুঝলাম যে ইচ্ছে শক্তি যদি প্রবল থাকে ত কনো কিছুতেই আটকে রাখা যায় না আমি হয়ত একা নই অনেকেই অনলাইনে ক্লাস নিতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছেন কিন্তু আমাদের লক্ষ্য একটাই আমাদের সুপ্রিয় শিক্ষার্থীদের জন্য কিছু একটা করতে হবে এই লক ডাউনে।সেটা হল কিছুটা হলেও লিখাপড়া পুশিয়ে দেয়া। কারন দীর্ঘ এই লক ত জীবনের প্রথম অভিজ্ঞতা সবার ।এত সময় ধরে কেউ কোনদিন ঘরে থাকেনি।কমল্মতি শিক্ষার্থীদের তাই পড়াশুনায় একদুম যাতে পিছিয়ে নয়া পড়ে সেজন্য সংসদ টিভি চ্যনেল , কিশোর বাতায়নে আমার ঘরে আমার স্কুল সহ সারা বাংলাদেশে অন লাইন স্কুল চালু হয়েছে এ এক অভিনব পদ্ধতি।তবে ডিজিটাল বাংলাদেশ গড়ার এই এক বড় পদক্ষেপ।আমার কথায় আসি।লাইভে ক্লাস করতে ভিডিও ম্যান প্রব্লেম, নেটের ও সমস্যা।তাই ওয়াইফাই লাগালাম,এর পর শুধু ল্যাপটপ দিয়ে এরপর ক্যাবল কিনে টিভিতে তবুও সমস্যার শেষ নেই টিভি রাখার সমস্যা যেখানে গুছিয়ে রাখব সেখানে বিদুৎ নেই ।মহা সমস্যা ।যাই হোক এই সমস্যা কাটিয়ে উঠতে ক্যামেরা রাখা সমস্যা তবুও ক্লাস থেমে নেই আমার ৯ টা ক্লাস নেয়ার পরে স্টান্ড কেনার সিধান্ত নিলাম কিন্তু আমার মান্দা উপজেলায় নেই কি আর করা অগ্যতা অনলাইন ডারাজ থেকে অর্ডার করে  শেষ পর্যন্ত হাতে পেয়েছি।এবার ক্লাস একটু হলেও গুছিয়ে নিতে পারব ইনশাল্লাহ।  আমাকে আমার ছেলে,আমার হাসবেন্ড সহযোগিতা করছে ।তা না হলে হয়ত এই মহতি কাজ থেকে বঞ্চিত হতাম।আমার ছেলে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ে ও খুব সাহায্য করে। শেষ পর্যন্ত আমি যে টুকু করতে পারছি শিক্ষার্থীদের জন্য এতেই আমি খুশি।ধন্যবাদ এটুয়াই সহ সকল কলাকুশলিদের এই পরিস্থিতে এ রকম একটা সঠিক সিধান্তের জন্য।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি