Loading..

উদ্ভাবনের গল্প

০৩ জুলাই, ২০২০ ০৭:৪৩ অপরাহ্ণ

বয়োসন্ধিকালীন ভিন্ন বাঁধা অতিক্রমে শিক্ষার্থীদের সহায়তা প্রদান ও দিক-নির্দেশনা,যাতে সব কিশোর কিশোরীদের অনাগত ভবিষ্যত সুন্দর হয়।

বৈষম্যমূলক সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে বড় হবার কারণে অনেক শিক্ষার্থী সহিংসতার শিকার হয়।পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্হ্য অধিকার বিষয়ক প্রয়োজনীয় তথ্যগুলো না পাওয়ার কারণে শিক্ষার্থীরা জীবনে চলার পথে বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হয়।আর আমার স্কুলে বিভিন্ন পরিবেশ থেকে শিক্ষার্থী আসে যেমন- মাছ বিক্রেতা,তরকারি বিক্রেতা,রিক্সা চালক,কাজের বুয়া এমন-কী পতিতা! কাজেই আমাদের শিক্ষার্থীদের প্রতি অনেক বেশি খেয়াল রাখতে হয়।ওদের পড়ালেখার পাশাপাশি চালচলনও খেয়াল রাখতে হয়।ওদের বিভিন্ন সমস্যা শুনতে হয়, শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা ও কমিউনিটির সাথে কথা বলি।কীভাবে ওরা সব ঝুঁকি অতিক্রম করে সুন্দর একটা আগামীর ভবিষ্যত গড়ে তুলতে পারে সেই লক্ষ্যেই আমার পথচলা।

ইশরাত জাহান

সহকারী শিক্ষক,

বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,ঢাকা।