Loading..

ম্যাগাজিন

০৪ জুলাই, ২০২০ ১১:০৮ অপরাহ্ণ

কবিতা
অন্তরের বৃষ্টি লুকাই। এন,এন,মুন আমার জন্ম তারিখটা এখন আর কেউ মনে রাখেনা! কেউ লাল জামা এনে বিছানার পাশে রাখেনা। রাত দুপুরে কেক বানায় না, আইসক্রিম এনে দেয়না। বৃষ্টিতে ভিজলে, এখন আর কেউ হাতে চায়ের কাপ তুলে দিয়ে বকেনা। ফুলের গাছ, পছন্দের বই কেউ আনেনা। খেয়ালী মেয়ের খুশিতে কেউ আর শীতের রাতে জোনাকি খোঁজেনা । মেয়ে কাকের বাচ্চা পুষবে বলে গ্রামান্তরে ছোটেনা ! চাঁদনি রাতে ছাদে শুয়ে কেউ মায়ের গল্প বলেনা! গল্প বলা মানুষটিই আজ গল্প হয়ে গেছে। আমিও চিনতে শুরু করেছি পরিবর্তিত পৃথিবীকে। আবির রাঙা আকাশ ছুঁয়ে সব পাখি নীড়ে -ফেরে দিনের সব গল্প হারায় ঘোমটা পরা অন্ধকারে। বাহিরে ঝুম বৃষ্টি, অন্তরে ও তাই বাহিরেরটা দৃশ্যমান, অন্তরেরটা শুধু লুকাই। মুসলিম পাড়া পটুয়াখালী। ৩ জুলাই ২০২০ খ্রি:
Chat conversation end

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি