Loading..

ডকুমেন্ট

১৯ সেপ্টেম্বর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

২০১৬ সালের মধ্যে সব স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হবে।

২০১৬ সালের মধ্যে সব স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হবে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডাঃ আফসারুল আমীন বলেছেন , ২০১৬ সালের জুন মাসের মধ্যে দেশের সব প্রাইমারি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা করা হবে । মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষকরা ক্লাস নিবেন । দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সামগ্রী দিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত ও যুগোপযোগী করা হচ্ছে । এরই মধ্যে শিক্ষার্থীদের আকর্ষণের জন্য বিদ্যালয়ে খেলনা সামগ্রী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হয় সে জন্য বিদ্যালয় আঙ্গিনায় মিনি পার্ক তৈরী করা হবে । মন্ত্রী বলেন মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন স্কুলে কম্পিউটার , ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজাক্টরসহ প্রয়োজনীয় সামগ্রী ক্রমান্বয়ে দেয়া হবে । দেশে শুধু বড় লোকের ছেলেরাই তথ্যপ্রযুক্তি ব্যবহার করবে না সব শ্রেনীর নাগরিকের সন্তানরা তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত হবে । শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সমান করার জন্য সরকার নিরলশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়ত এক সময় আমাদের শিক্ষা ব্যবস্থাও উন্নত মানের ও মডেল হতে পারে। যেহেতু মানুষের চোখ প্রায় ৭০% স্মৃতি মনে রাখে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রেও চোখই বড় ভূমিকা পালন করে সেহেতু মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি হলে শিক্ষার্থীরা ব্যবহারিক জ্ঞানে শিক্ষিত হবে। জাতি হিসাবে আমরাও বিশ্বে মাথা উচুঁ করে দাঁড়াতে পারব। আমরা যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি আমাদেরও দায়িত্ব আছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর। শুধু মাল্টিমিডিয়া ক্লাসরুম হলেই উন্নত শিক্ষা অর্জিত হবে না তার যথাযথ ব্যবহারও করতে হবে । শিক্ষকরা মান সম্মত কন্টেন্ট তৈরি করে কোমলমতি শিক্ষার্থীদের নিকট তুলে ধরে শিক্ষাকে আকর্ষণীয় ও প্রানবন্ত করে তুলতে পারলেই মাল্টিমিডিয়ার ব্যবহার সফল হবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি