Loading..

উদ্ভাবনের গল্প

১০ জুলাই, ২০২০ ০১:০৪ পূর্বাহ্ণ

বাড়িতে বসেই করছি ক্লাস

আমি মোছাঃ শামীম আরা, ভারপ্রাপ্ত প্রধাণ শিক্ষক (সংযুক্তি), পরীক্ষণ বিদ্যালয়,পিটি আই, পঞ্চগড়।

উদ্ভাবনী গল্পের বিষয় হচ্ছেঃ বাড়িতে বসেই করছি ক্লাস।

সার সংক্ষেপঃ প্রাথমিকের অবুঝ শিশুরা বাড়িতে থাকতে থাকতে যেন হাপিয়ে উঠেছে-সাথে তো আছেই পরিবারের নিয়ম-শাসন ও করোনা বিধি মেনে চলা। আমি শিশুদের লেখাপড়ার খবর নেয়ার জন্য নিয়মিত ফোন করলে অভিভাবকদের অভিযোগ আপা বাচ্চারা আপনাদের কথা শুনে, আমাদের কথা শুনছে না। তাই আমি শিশুদের সাথে সরাসরি সহজে যোগাযোগের মাধ্যম হিসাবে মেসেঞ্জারে Group ভিডিও কলকে বেছে নেই। যা অভিভাকদের সাথে আলোচনা করলে উনারা সাদরে গ্রহণ করে মেসেঞ্জার/ফেসবুক আইডি যোগাড় করে দেয়। কখন কল দিব তা আগে জানিয়ে দেই, ফলে পাশাপাশি বাড়ির কয়েকটা শিশু এক সাথে দল করে বসে। আমার এক কলে অনেক গুলো দল ক্লাসের মতো করে বসে পড়ে এবং অত্যন্ত আনন্দের সাথে পড়া-লেখা করে। এতে করে শিশুদের লেখা-পড়া বিষয়ক সমস্যারই সমাধান হচ্ছে না, একঘেয়েমি কাটিয়ে তারা বিদ্যালয়ের স্বাদ পাচ্ছে। আর অভিভাবকরা তো মহাখুশি। শিশুদের মুখে মুখে এখন বাড়িতে বসে করছি ক্লাস।