Loading..

উদ্ভাবনের গল্প

১৯ জুলাই, ২০২০ ০৮:৫০ অপরাহ্ণ

Madaripur Districts Online School Cl 3 B & GS আমাদের জাতীর পিতা

বাতায়ন প্রেমী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহর কাছে করোনার থেকে মুক্তি চাই। করোনার হাত থেকে করুনাময় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই আমরা সচেতন হই। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের না হই এবং হাত সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধৌত করি, বালিশের কভার প্রতিদিন পরিবর্তন করি। সবুজ শাকসবজি খাই, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাই এবং প্রচুর পানি পান করি। করোনা প্রতিরোধে আমরা সবাই সবাইকে সচেতন করি।

শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার মহোদয়গণ, সপ্তাহের ও পাক্ষিক সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক গণ ও শিক্ষকবৃন্দ ''আমার ঘর আমার স্কুল'' এর কার্যক্রমে উদ্বাবনী গল্প হিসেবে মাদারীপুর জেলা অনলাইন স্কুলে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বঙ্গবন্ধুর শিক্ষা ও সংগ্রামী জীবন নিয়ে আমার উদ্ভাবনী কার্যক্রম আপলোড করলাম। গঠনমূলক মতামত ও রেটিং কামনায়-বেলায়েত হোসেন, সহকারি শিক্ষক, ০৫ নং দঃ জনারদন্দী সঃ প্রাঃ বিদ্যালয়, কালকিনি, মাদারীপুর। মোবাইল-০১৭১৫২০৫৭৬৫।