Loading..

নেতৃত্বের গল্প

২১ জুলাই, ২০২০ ১০:৫২ পূর্বাহ্ণ

গাছ লাগান, পরিবেশ বাঁচান"

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী তে "গাছ লাগান,পরিবেশ বাঁচান"  এই স্লোগান কে  সামনে রেখে "ড্রীম স্কুল গ্রীণ ক্যম্পাস" নিশ্চিত করার লক্ষ্যে  করোনা দুর্যোগের মধ্যে  ৫ শতাধিক বনজ, ঔষধি ও বিভিন্ন জাতের ফলের  চারা রোপণ করার উদ্যোগ গ্রহণ করেন নরসিংদী মনোহরদীর একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় । অদ্য ১১/০৭/২০২০ ইং তারিখ সকাল ১১ টায় জেলা শিক্ষা অফিসার,  নরসিংদী- জনাব গৌতম চন্দ্র মিত্র একটি কৃষ্ণচূড়া ও একটি কাঠাল চারা রোপণ করার মাধ্যমে মাস ব্যাপী(১৫ ই আগস্ট পর্যন্ত ) এই বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্ধোধন করেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব লুৎফর কবির মৃধা,উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ জলিল মিয়া, বিদ্যালয়ের  ভিজিল্যান্স টিমের সদস্যদের মধ্যে , জনতা ব্যাংকের এ জি এম জনাব আবদুস সাত্তার আফ্রাদ, সোনালী ব্যাংক শিবপুর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ ছানা উল্লাহ, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জনাব বিকচান মৃধা,  ভেলানগর মা অর্থপেডিক্স এন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান  জনাব ডাঃ আমান উল্লাহ, প্রকৌশলী জনাব  সরওয়ার হোসেন টুটুল, হাতিরদিয়া ছাদত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সোহরাব উদ্দিন, শাহাব উদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। এ সময় জেলা শিক্ষা  কর্মকর্তা জনাব গৌতম চন্দ্র মিত্র  ছাদ বাগানের মাল্টা, কমলা,লেবু জম্বুরা সহ অন্যান্য ফলের সমাহার দেখে মুগ্ধ হন এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রশংসা করেন।