Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ আগস্ট, ২০২০ ০২:০৪ অপরাহ্ণ

অরবিট

  • নিউক্লিয়াসকে কেন্দ্র করে ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তনশীল, সেই বৃত্তাকার বা উপবৃত্তাকার পথকেই অরবিট বলা হয়।
  • অরবিট হল একটি দ্বিমাত্রিক পথ। এর কোনাে দিক নির্দেশক ধর্ম নেই।
  • ইলেকট্রনকে কণারূপে কল্পনা করে কক্ষপথের অবতারণা করা হয়।
  • রাদারফোর্ড বা বােরের মতে অরবিট বৃত্তাকারা এবং সমারফিল্ডের মতে অরবিট বৃত্তাকার ও উপবৃত্তাকার।
  • বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে আবর্তনশীল ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা সম্ভব।
  • অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা = 2n2 (যেখানে n = প্রধান কোয়ান্টাম সংখ্যা)

  • আরো দেখুন