Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ আগস্ট, ২০২০ ০২:৫৩ অপরাহ্ণ

যৌগিক সংখ্যা

যৌগিক সংখ্যা

যে সংখ্যার দুইয়ের অধিক গুণনীয়ক আছে তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 4, 6, 8, 21 ইত্যাদি যৌগিক সংখ্যা।

4, 6, 8, 21 কেন যৌগিক সংখ্যা?

4=1\times{4}=2\times{2} [4 এর গুণনীয়ক তিনটি 1, 2,4]

6=1\times{6}=2\times{3} [6 এর গুণনীয়ক চারটি 1, 2, 3, 6]

8=1\times{8}=2\times{4} [8 এর গুণনীয়ক চারটি 1, 2, 4, 8]

21=1\times{21}=3\times{7} [21 এর গুণনীয়ক চারটি 1, 3, 7, 21]

উল্লেখিত সংখ্যাগুলোর প্রত্যেকটিরই দুইয়ের অধিক গুণনীয়ক আছে। তাই সংখ্যাগুলো যৌগিক সংখ্যা।

1 মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়

1 মৌলিক সংখ্যা নয়। কারন:

1=1\times{1}

সকল মৌলিক সংখ্যার দুইটি ভিন্ন গুণনীয়ক থাকে। কিন্তু 1 এর গুণনীয়ক কেবলমাত্র একটি। 1 এর একমাত্র গুণনীয়কটি হল 1 । তাই 1 মৌলিক সংখ্যা হতে পারে না।

1 যৌগিক সংখ্যাও নয়। কারন:

সকল যৌগিক সংখ্যার দুইয়ের অধিক গুণনীয়ক থাকে। কিন্তু 1 এর গুণনীয়ক কেবলমাত্র একটি। তাই 1  যৌগিক সংখ্যা নয়।


আরো দেখুন